ফারুক আফিনদীর একগুচ্ছ কবিতা
সাদা রূপের খেলা কুয়াশা আর বৃষ্টি এক নয়। কুয়াশা। বৃষ্টি। এক নয়। এক নয়। একই রকম-, সাদা… মাঠা…।- নিরাবেগ, মৃত- নীল ফুটে থাকা মাঠে, ধূসর হাওয়ায়-। বৃষ্টি, ঝমঝম- কুয়াশা। চোখ অন্ধ করে শুনি, বয়সী কুয়ার মতো করুণে-। নিস্তব্ধ- নৈঃসঙ্গের মজলিসে মত্ত রাতের মতো গমগম নয়। হিমায়িত মৃত্যু- শোনে, ওম- বলে চলেছে যে চোরা অন্তপুরী। মেলে….