Author Picture

ফরিদুল ইসলাম নির্জন

ফরিদুল ইসলাম নির্জন জন্মান সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। জন্ম ১০ অক্টোবর ১৯৮৭। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করে, আইসিএমবি তে সিএমএ কোর্সে অধ্যয়নরত। ছোট বেলা থেকেই বই পড়ার প্রতি তুমুল আগ্রহ। পড়তে পড়তে লেখার প্রতি ভালোবাসা জন্মে। সেই ভালোবাসা থেকেই নিয়মিত লিখতে থাকেন। দৈনিক পাতায় লেখা দেখার আনন্দ ছিল অন্যরকম। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশে অনলাইনেও লিখছেন সরব। কখনো গল্প, কবিতা, ফিচার লিখে বেশ পরিচিত অর্জন করেছেন। রম্য গল্প লিখেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা। দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন,দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক এর ফান পাতাতে তারকাদের ইন্টারভিউ নিয়ে বেশ পরিচিত অর্জন করেন। তিনি লেখার মাধ্যমে মানুষের হৃদয়কে জাগিয়ে তোলেন। দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০১০ সালে সমকাল থেকে প্রথম লেখক সম্মানী পান।

দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১ তে পান। সমকাল সুহৃদ সমাবেশ থেকে দেশের সেরা সুহৃদ একাদশ (সৃজনে) ৫ম স্থান লাভ করেন। আত্মবিকাশ পাঠচক্র রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন। বাংলা একাডেমিতে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত ‘তারুণ্যে রুখবে সহিংসতা’ রচনা প্রতিযোগিতায় তয় স্থান লাভ করেন।

বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ থেকে ‘সুহৃদ বন্ধন ‘ সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে ছিলেন। তার আলোচিত উপন্যাস ‘আশ্রয়’ এর ভূমিকা লিখতে গিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আশ্রয় উপন্যাসের পটভূমি নারীর বেঁচে থাকার দুস্তর পথের অভিযাত্রা। গ্রামীণ পটভূমিতে রচিত হয়েছে এই উপন্যাস। অনেক বিষয় নিয়ে নির্জনের উপন্যাস সময়ের প্রতিনিধিত্ব করে।’

শেষ বিকেলের অতিথি

আজ চন্দ্রার কথা মনে পড়তেই ছল ছল চোখে অশ্রুবিন্দু ঝড়ছে। তার অভিমানের শেষ আকুতি মনের মধ্যে বারবার ধাক্কা দেয়। তার প্রস্থান শেষ পর্যন্ত এতো কঠিন হবে বুঝতে পারিনি। আগেও চন্দ্রার সাথে হয়েছে অভিমানের খুনসুটি। নিজেকে মেঘের আড়ালে ঢাকতে চেয়েছে, কিন্তু সে মানাভিমান ক্ষণিকেই ইতি ঘটে গেছে। জোছনা হয়ে সে ধরা দিয়েছে। খুব ছোট্ট বিষয় নিয়ে….

ইন্টারভিউ

কত দিন পর দেখা হলো রূপার সঙ্গে। তা মনে করতে পারছি না। চোখে চোখ পড়তেই কিছুটা থমকে গেলাম। চিন চিন করে উঠল বুকের ভেতর। ভেতর-বাইর শুরু হলো জ্বলন-পোড়ন। কথা বলব কি-না তা বুঝে ওঠার আগেই সে এলো এগিয়ে। আমাকে বলল, সায়েম তুমি এখানে? আমার ইন্টারভিউ আজ। তোমারও কি তাই? হ্যাঁ। আমারও তাই। কেমন আছ তুমি?….

error: Content is protected !!