Author Picture

নিয়াজ মাহমুদ

নিয়াজ মাহমুদের জন্ম ২০ জুলাই, ২০০১ সালে চাঁদপুরে। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করেন ঢাকায়। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন ২০২০ সালে। মূলত তখন থেকেই কবিতা লেখার হাতেখড়ি। তার মূল কবিতা অনুপ্রেরণা শ্রদ্ধেয় কলেজ শিক্ষক আহমেদ বাসার স্যার। বর্তমানে স্নাতক সম্পন্ন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ থেকে

 

প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, জয় গোস্বামী, মহাদেব শাহা, শক্তি চট্টোপাধ্যায়। তার উল্লেখযোগ্য কবিতা ‘আমাকে বিজয়ী করো’, ‘প্রীতিবিক্ষোভ’, ‘কিংবদন্তি’…

নিয়াজ মাহমুদের একগুচ্ছ কবিতা

আমাকে বিজয়ী করো আমাকে বিজয়ী করো নক্ষত্র জুড়ে আমি তোমার ভিতরেই আছি নেশাগ্রস্তের মতো ভয়ানক হয়ে আমার বুকে একটা ভালোবাসার লাটিম উন্মত্ত ঘূর্ণিতে বিলিয়ে দিচ্ছে কাপুরুষতা! কাপুরুষ বনাম ভালোবাসা আমাকে বিজয়ী করো এ যুদ্ধে নির্মূল করো অবিশ্বাসীর মদ্যপ দেয়াল দূর করো সভ্যতার নির্লিপ্ত কাপুরুষতা আমি তোমার নিঃশ্বাসের সুগন্ধি হবো তোমার গানের মহড়ায় নীলকণ্ঠে সুর মিলাবো….

error: Content is protected !!