
তলস্টয় পুরস্কার বিতর্ক
‘স্মরণ করতে চেষ্টা করুন তো কোন সব মহান রুশ লেখককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে?’ রাশিয়ার সাংবাদিক-লেখক আঁদ্রে চারখাজভ ২০০২ সালের ৯ই সেপ্টেম্বর প্রাভদা পত্রিকায় লেখা এক নিবন্ধে এই প্রশ্ন উত্থাপন করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি তার উত্তরও দিয়েছিলেন- এসব লেখকরা হলেন মিখাইল শলোকভ, ইভান বুনিন, বরিস পাস্তেরনাক ও জোসেফ ব্রডস্কি। শেষোক্ত জনকে রাশিয়ায় কেউ কবি হিসেবে….