Author Picture

তোফায়েল তফাজ্জল

কবি জন্মসূত্রে বাংলাদেশী। ময়মনসিংহের ভালুকা থানার বাওয়া গ্রামে তাঁর জন্ম, সাল ১৯৭০। শৈশব থেকে লেখালেখির হাতেখড়ি হলেও ‘৯০ দশক থেকে নিয়মিত। লিখে থাকেন কবিতা ও ছড়া। মাঝে মাঝে অনুবাদও করেন । একসময় পেশা ছিলো শিক্ষকতা ও সাংবাদিকতা। এখন কর্মসূত্রে লিবিয়া প্রবাসী। হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে বসনা-এস অয়েল এন্ড গ্যাস কোম্পানিতে কর্মরত।

প্রকাশিত বই ৩টি। জলাশয়ে দগ্ধ দিন (বাংলা একাডেমি), কালে বেড়ে ওঠা (অনুপ্রাণন প্রকাশন) ও বৃষ্টি নর্তকীর দল (ঘাসফুল)।

লেখালেখির স্বীকৃতি স্বরূপ ভারত থেকে পেয়েছেন আমাদের কফিহাউস সম্মাননা এবং দীনবন্ধু আচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার-১৪২৯।

তোফায়েল তফাজ্জলের একগুচ্ছ কবিতা

উপায় অবলম্বন কাঁটা থেকে,  সুচালো কাঁকর থেকে পা রাখিও দূরে, জায়গা না পাক চলন-বাঁকা চেতনায় উড়ে এসে বসতে জুড়ে; এসবে খরগোশ কানে থাকবে রাতে, পড়ন্ত বেলায়, দ্বিপ্রহরে, পূর্বাহ্নে বা কাক ডাকা ভোরে। দুর্গন্ধ ছড়ানো  মুখ ও পায়ের তৎপরতা থেকে গ্রীষ্ম থেকে সমস্ত ঋতুতে একে একে নেবে মুখটা ফিরিয়ে তিলার্ধকালও না জিরিয়ে। কেননা, এদের চরিত্রের শাখা-প্রশাখায়….

error: Content is protected !!