Author Picture

টিপু সুলতান

১২ অক্টোবর ১৯৮৬ সালে জন্ম। কেশবপুর, যশোর।
প্রকাশিত কাব্যগ্রন্থ দুইটি। ‘গৃহ কারাগার’ ২০১৮, ‘বাইসাইকেল’ ২০২৩

টিপু সুলতান-এর একগুচ্ছ কবিতা

একটি আয়নাটি মেরিল রোড—সাবানের বীর্যপাত গন্ধ অবিরাম এক ইরিক্ষেতের ডানায় উড়ে আসছে। পাখিদের সেলাই করা সন্ধ্যায়— খসে পড়া অর্ধেকের চাঁদ। এই ছায়াপথ মুনিয়ার জন্মান্ধ পোশাকের সাক্ষী হয়েছিল। কেননা— আমাদের ঘুমোতে দেয়নি সেসব বন্দির পায়চারি। কেবল রোদ লেগেছিল সয়ে যাওয়া এক রেলস্টেশনে নিঃসঙ্গ শুভ্র বালক কুড়োচ্ছিল সেই পৃথিবীর চোখ বৃষ্টি— আঙুলের বেফাঁস গল্প, ঘড়ির শ্লোক সম্রাট—….

error: Content is protected !!