
জুয়েল কলিন্দ-এর একগুচ্ছ কবিতা
নিরাপদ দূরত্ব এতোটা কাছে এসো না ভালোবাসার তাপেও পুড়ে যাবার ভয় আছে। অতটা দূরে যেও না মহাকর্ষের টানও কভু ছিন্ন হয়ে যায় পাছে। থাকো নিরাপদ দুরত্বে বাঁচো প্রয়োজনীয় গুরুত্বে। বোধের প্রলয় আমার মস্তিষ্কের উদর ভর্তি কিলবিলে কীটেরা যদি হয় তোমার সু-খাদ্য, অভিজ্ঞান, তবে তাতে মিশিয়ে দেব প্রেমিকার সর্পিল চোখের বিষ। পৃথিবীর সব নিভৃত কোটরে ওঁৎ পেতে….