Author Picture

জুয়েল কলিন্দ

জন্মঃ ২৭ আগস্ট- ১৯৮৫
পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম, মাতাঃ হোসনেয়ারা বেগম
জন্মস্থানঃ নানার বাড়ী, গ্রাম- নওপাড়া, থানা- গাংনী, জেলে- মেহেরপুর।
পৈতৃক নিবাসঃ গ্রাম- মথুরাপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।

বর্তমানে ওয়েব ডেভেলপার হিসেবে একটি বিদেশী প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
এখন পর্যন্ত কোন গ্রন্থ প্রকাশিত হয়নি।

জুয়েল কলিন্দ-এর একগুচ্ছ কবিতা

নিরাপদ দূরত্ব এতোটা কাছে এসো না ভালোবাসার তাপেও পুড়ে যাবার ভয় আছে। অতটা দূরে যেও না মহাকর্ষের টানও কভু ছিন্ন হয়ে যায় পাছে। থাকো নিরাপদ দুরত্বে বাঁচো প্রয়োজনীয় গুরুত্বে।   বোধের প্রলয় আমার মস্তিষ্কের উদর ভর্তি কিলবিলে কীটেরা যদি হয় তোমার সু-খাদ্য, অভিজ্ঞান, তবে তাতে মিশিয়ে দেব প্রেমিকার সর্পিল চোখের বিষ। পৃথিবীর সব নিভৃত কোটরে ওঁৎ পেতে….

error: Content is protected !!