
ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কবিতা লিখে চাকরি হারানো রহমান হেনরী এখনো চাকরি ফেরত পায়নি কেন?
কবি তার দেশের যন্ত্রণা সম্ভাবনা এবং স্বপ্নের নাম। একটা দেশের প্রকৃত চিত্র দেখতে হলে সে দেশের একজন প্রকৃত কবিকে দেখতে হয়। গত ১৪-১৫ বছরের ফ্যাসিস্ট অবৈধ সরকারের সময়ে বাংলাদেশ কেমন ছিল তা ভালো জানেন একজন কবি। দেশ ভালো না থাকলে কবি ভালো থাকেন না। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ক্ষুণ্ন হলে কবির লেখায় নানাভাবে উঠে আসে তার….