Author Picture

জুননু রাইন

কবি, সাংবাদিক।
প্রকাশিক কাব্যগ্রন্থ: ”এয়া”

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কবিতা লিখে চাকরি হারানো রহমান হেনরী এখনো চাকরি ফেরত পায়নি কেন?

কবি তার দেশের যন্ত্রণা সম্ভাবনা এবং স্বপ্নের নাম। একটা দেশের প্রকৃত চিত্র দেখতে হলে সে দেশের একজন প্রকৃত কবিকে দেখতে হয়। গত ১৪-১৫ বছরের ফ্যাসিস্ট অবৈধ সরকারের সময়ে বাংলাদেশ কেমন ছিল তা ভালো জানেন একজন কবি। দেশ ভালো না থাকলে কবি ভালো থাকেন না। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ক্ষুণ্ন হলে কবির লেখায় নানাভাবে উঠে আসে তার….

আমারে নেবে তুমি মাটি?

এয়া – ক এই মাঠে জায়গা নেই তবু প্রতিটি ডাকে আকাশের বুক ছুঁয়ে আমার পাখি ওড়ে বর্ষণভরা শুকনো গাছের পাতা তোমার নাম ধরে রাখে দেখে, দেখায়… পৃথিবীতে কে কখন তাকিয়েছিল মানুষের দিকে।   এয়া – খ তোমরা কোথায় কোথায় দেখা কর, আমি জানি না রেললাইনের একা হাঁটা অবাঞ্ছিত গাছের সবুজ তোমাদের গল্প রাখে? পায়ে হাঁটা শ্রমিকের ঘামে ভেজা জোসনার….

১০টি এয়া

এয়া-১ তখন একা একা হাঁটতুম, একা মানে একাই, যাওয়া থাকত না, দাঁড়ানো থাকত না, শোনা থাকত না, বলা থাকত না, ফেরা থাকত না, তোমাকে দেখা বা না দেখার ভয়ও থাকত না, শুধু রাত্রির কথা বলা থাকত। সে রাতের সংঘর্ষে থিয়া রক্তাক্ত হয়েছিল, রক্তগুলো কয়েক'শ আলোকবর্ষের বৃষ্টি, বৃষ্টিরা হাসছিল জোছনা, অথবা কাঁদছিল- ফ্যাকাসে বোবা কান্না। নীল….

error: Content is protected !!