
জাকিয়া এস আরা’র একগুচ্ছ কবিতা
আমন্ত্রণ . আমাদের মুখের কথায় সভ্যতা নেচে ওঠে কবে কোনকালে যেন শুনেছিলাম পরান মাঝির গান, ওতে তার জীবন রহস্য ছিলো অচেনা আঁধারের রুপক ছিলো, ঝরাপাতার ফিস্ফিস যেমন বলে দেয়, আগামী প্রজন্মের কথা। খাকি পোশাকের বুটের তলায় যখন স্বাধীনতা নেচে ওঠে, ইথারে, ইথারে তখন গোল পাকায় চুপকথারা। আমাদের মুখের কথায় সভ্যতা নেচে ওঠে, তৃণে তৃণে বার্তা….