জমির হোসেনের তিনটি কবিতা
সর্বনাশী তুমি অনেক বড় সর্বনাশী বুঝতে হল অনেক দেরি ভেবে তাই মরি আমি জীবনটা করলে পরবাসী। কথা ছিল সঙ্গী হবে সুন্দর একটা ঘর সাজাবে জনম জনম কাছে রবে কখনও দিবেনা দূরে ঠেলে সুখের তরী বাইবো দুজন কষ্ট ভুলে বলবো ভালোবাসি। আধাঁর বলে তুমি আলো মানেনি মন তখনও কালো শেষ হল সব স্বপ্ন মনকে ঘিরে শুধু….