Author Picture

জমির হোসেন

কবি, সাংবাদিক, ফিচার লেখক।

জমির হোসেনের তিনটি কবিতা

সর্বনাশী তুমি অনেক বড় সর্বনাশী বুঝতে হল অনেক দেরি ভেবে তাই মরি আমি জীবনটা করলে পরবাসী। কথা ছিল সঙ্গী হবে সুন্দর একটা ঘর সাজাবে জনম জনম কাছে রবে কখনও দিবেনা দূরে ঠেলে সুখের তরী বাইবো দুজন কষ্ট ভুলে বলবো ভালোবাসি। আধাঁর বলে তুমি আলো মানেনি মন তখনও কালো শেষ হল সব স্বপ্ন মনকে ঘিরে শুধু….

জমির হোসেন এর একগুচ্ছ কবিতা

বেদনার সুখ . তোমাকে চেয়ে পেয়েছি বেদনার এক নদী সেই নদীতে মেলেছি হৃদয় চাঁদের মত হাসো যদি। দিনের আলো গড়িয়ে রাতের নীরবতা আঁধার গভীর হলে মনে শুধুই তোমার কথা। তুমি আছ . এক পাহাড় থেকে অন্য পবর্তের প্রান্তে এই জগত থেকে অন্য জগতে নিঃশ্বাসের অন্তিম সময়েও থাকব তোমার রূপ পরিবর্তনে হও বহুরুপী ভাঙ্গো মন অদৃশ্য….

error: Content is protected !!