Author Picture

কৌস্তুভ শ্রী

মূলত কবি। গান করেন, ছবি আঁকেন। পেশায় স্থপতি। জন্ম ১ জানুয়ারি ১৯৯১, রাজশাহী। প্রথম বই কবিতার, বের হয় ২০১৭ সালের একুশে বইমেলায়। নাম ‘মহাপ্রয়াণ সড়ক’।

কৌস্তুভ শ্রীর একগুচ্ছ কবিতা

আমার মা আমার অবাক শিশু আমার মাকে আমি বলি অবাক শিশু। ‘সোফির জগত’ এর জ্ঞানী বড়দের মতো নয় সে, যারা পৃথিবীটাকে একটা অভ্যাস বানিয়ে ফেলেছে। আমার মা এক অবাক শিশু। পৃথিবীর সবকিছুতে তার অপার বিস্ময়। ফল কাটতে গিয়ে তার রঙ, ঠিক তখন মরিচ খেতে আসা টিয়াপাখির ঠোঁট, আর একটা খোঁড়া কাকের জীবনযুদ্ধ, সব কিছু সে….

error: Content is protected !!