Author Picture

কুমকুম দত্ত

জন্ম- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চট্টগ্রাম জেলায়। পড়াশোনা- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। স্কুল জীবন থেকে হাতেখড়ি লেখা-লেখির। চট্টগ্রামের বিভিন্ন দৈনিক ও জাতীয় পত্রিকায় লিখে আসছেন নিয়মিত।

প্রকাশিত কাব্যগ্রন্থঃ ‘পরানছায়া’ (২০২১)

কুমকুম দত্তের একগুচ্ছ কবিতা

দেবীর মুখ শরত কাশফুল দুলে বাতাসে শেষ প্রহর সূর্যাস্তে নিবিড় সহমরণ সুখের বুকের নদী স্বচ্ছ গভীর জলধারা হাতছানি কাগজের নৌকা নির্মাণে জীবন পারাপার পরিশীলিত কালের কলস যৌথ যাপন দেবীর মুখ আনন্দে আত্মহারা শঙ্খধ্বনি বেজে ওঠে দিনশেষে মেঘের পালক ঝরে পড়ে রাত্রি আঁধার করুণ লোহার গারদে   আকাশে মৃত চাঁদ কামনার বিশুদ্ধ আঁধারে খুনসুটি বালিশে মাথা….

error: Content is protected !!