
কুমকুম দত্তের একগুচ্ছ কবিতা
দেবীর মুখ শরত কাশফুল দুলে বাতাসে শেষ প্রহর সূর্যাস্তে নিবিড় সহমরণ সুখের বুকের নদী স্বচ্ছ গভীর জলধারা হাতছানি কাগজের নৌকা নির্মাণে জীবন পারাপার পরিশীলিত কালের কলস যৌথ যাপন দেবীর মুখ আনন্দে আত্মহারা শঙ্খধ্বনি বেজে ওঠে দিনশেষে মেঘের পালক ঝরে পড়ে রাত্রি আঁধার করুণ লোহার গারদে আকাশে মৃত চাঁদ কামনার বিশুদ্ধ আঁধারে খুনসুটি বালিশে মাথা….