
‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’ নিয়ে কিছু কথা
উপন্যাসের সূচনায় ‘আমি সুখী হতে পারতাম।’ এক চমক দিয়ে লেখক বইয়ের বিশেষত্ব ঘোষণা করেছেন। নায়কের দুঃখী জীবনের ইঙ্গিত দিয়ে, নামকরণের মতো ব্যতিক্রমী প্রকাশের ইঙ্গিত। উপন্যাসটি আসলে এক মৃত মানুষের বিবৃতি, লেখক দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই তা স্পষ্ট জানিয়েছেন। রুদেবিশ নামক এক স্বপ্নে বাস করা ব্যক্তির কথা বলেছেন, যিনি সবসময় কল্পনায় ঘুরে বেড়াতেন। মাত্র তেত্রিশ বছর জীবনটি….