
চিন্তা ও চেতনার অপূর্ব দ্যোতনা
চৌধুরী রওশন ইসলামের ডুবতে ডুবতে ভাসি কাব্যগ্রন্থ নিয়ে আলোচনার আগে ভালো করেই তাঁর কবিতাগুলো পড়া হয়েছে। তাঁর কবিতার আঙ্গিক ও বিষয়-বৈচিত্র্য আমাদের হৃদয়ে তোলে আলাদা আলাদা চিন্তা ও চেতনার দ্যোতনা। যদিও কবিতার সুর ও ব্যঞ্জনা প্রায় একই স্বরে ও মাত্রায় কবিকে আলাদা করে চিনিয়ে দেয় তাঁর স্বাতন্ত্র্যে। ছোট ছোট সুখ-দুঃখ-ভালোবাসা বিশ্লিষ্ট হয়ে কবিতাগুলো আমাদের মগজে নতুন….