
মুক্তিযুদ্ধ : সাম্য প্রতিষ্ঠা বনাম ব্যক্তিস্বার্থ
একেএম শামসুদ্দিন বাংলাদেশের পাঠকদের কাছে একটি পরিচিত নাম। গত কয়েক বছর যারা সংবাদপত্রে চোখ রাখছেন একেএম শামসুদ্দিনের লেখা তাঁদের চেনা। সুনির্দিষ্ট তথ্যে, সুবিন্যস্ত কাঠামো এবং যৌক্তিক বিশ্লেষণের জন্যে অল্পদিনেই তিনি পাঠকের বিশ্বস্ত কলাম লেখক হয়ে উঠেছেন। সমসাময়িক বিষয় নিয়ে তাঁর সাহসী লেখার মুগ্ধ পাঠক অনেক। তাঁর লেখা পাঠক প্রিয় হবার কারণ তাঁর বিস্তর পড়াশোনা, পরিশ্রমী….