এনাম রাজুর একগুচ্ছ কবিতা
পুনরায় হোঁচট বন্যহাতির আঘাতের মতো তছনছ করো সুখের পোয়াতি ক্ষেত আমার মনের জমিন চৌচির, স্বস্তি হারিয়ে অস্থির, দুঃখগুলো— জমাট হয়ে আঘাতে আঘাতে জীবনের করে অপচয়। নিঃশব্দ ধ্যানের উপযোগী গুহার মতো মন, মাঝরাতে কেঁপে উঠা স্বামীহীন যুবতীর মতো নি:সঙ্গ চাঁদ মেঘের দাপট আমি একা বসে অবসরপ্রাপ্ত উড়োজান আর লোহার কঙ্কাল! আঁধারের চাদরে ঢাকা তোমার স্বাস্থ্যবতী দেহ….