
আহমেদ বাসার-এর তিনটি কবিতা
বিভ্রম পাহাড় কে তুমি দেখালে পথ অলোকের আলো হাতে? এতদূর পেরিয়ে এসে দাঁড়িয়ে আছি বিভ্রম পাহাড় পাদদেশে তুমি কি আলো? তবে কি অন্ধকার! দেখো, উদয়ের সম্ভাব্য আভায় কেমন লাল বন্যায় ভাসছে ক্ষয়িষ্ণু আকাশ নিমপাড়ায় পড়ে আছে রোদসী রাত গতদিনের ব্যর্থ চাঁদ উঁকি দিয়ে দেখছে নতুন এক ভোরের উল্লাস দিনের লাশ বয়ে হাঁটছে শিকারি শকুন সূর্যের….