
আসমা চৌধুরীর একগুচ্ছ কবিতা
পাখিরা কী গন্ধমফল খেয়েছে কখনো . পাখিরা কী গন্ধমফল খেয়েছে কখনো? এই ধরাধামে তাদের বসবাসের কারণ লেখা হয়নি পাখি তার নীল ডানা মেরামত করে খাবার সংগ্রহ করে তার সংসার নীরব ঘাতকের দলে নামে না কখনো। তুমি কী কখনো পাখি, কখনো পালকের উদাস দুপুর! তার গভীর পিপাসার গান, করুণ চোখ? পাখির মতো বুকে নিয়ে তীর, শিকারীর….