Author Picture

আরিফুর রহমান

জন্ম: ৩১ শে মে ১৯৮৩। পেশা: শিক্ষকতা।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে তার প্রথম বই, গল্পগ্রন্থ ‘অনুভবে জল কোলাহল’। এরপর এসেছে কবিতার বই ‘উর্বশী রোদের ছায়াবাজি’।

আরিফুর রহমানের একগুচ্ছ কবিতা

ভ্রুকুটি তার প্রতিবার ভ্রুকুটিতে আমি প্রায় মরে যাই, অথচ, নীরব ঘাতক হিসেবে লোকে কেবল ক্যান্সারকেই চেনে!   ক্যান্ডেল লাইট ডিনার আমি ওকে চাই, মালিক, ও নিত্য জপে তোমার নাম! অসাধ্য সাধন আমার কম্ম নয় ভেবে ফিরছি, হায় ঈশ্বর, কার ঈর্ষার আগুনে মোমবাতি জ্বালিয়ে ওরা রাতের খাবার নিচ্ছে?   নিম্ন মধ্যবিত্ত রোজ দুতিনবেলা জীবন ঘষে উনুনে….

error: Content is protected !!