
আরিফুর রহমানের একগুচ্ছ কবিতা
ভ্রুকুটি তার প্রতিবার ভ্রুকুটিতে আমি প্রায় মরে যাই, অথচ, নীরব ঘাতক হিসেবে লোকে কেবল ক্যান্সারকেই চেনে! ক্যান্ডেল লাইট ডিনার আমি ওকে চাই, মালিক, ও নিত্য জপে তোমার নাম! অসাধ্য সাধন আমার কম্ম নয় ভেবে ফিরছি, হায় ঈশ্বর, কার ঈর্ষার আগুনে মোমবাতি জ্বালিয়ে ওরা রাতের খাবার নিচ্ছে? নিম্ন মধ্যবিত্ত রোজ দুতিনবেলা জীবন ঘষে উনুনে….