
আবদুল্লাহ শুভ্র’র একগুচ্ছ কবিতা
কেউ দেখতে পায় না বহুদূর থেকে আমি একটু বিন্দু দেখতে পাই, বিন্দুটি একটু বড় হয়, হাঁটতে শুরু করে- বহুদূর থেকে আমি ‘হাঁটা’ দেখতে পাই! দেখতে পাই ‘হাঁটা’সহ কেউ একটি অবয়বে পরিণত হয়, বহুদূর থেকে আমি একটি অবয়ব দেখতে পাই, ক্রমেই আমার দিকে এগিয়ে আসে! বহুদূর থেকে আমি আমাকেই দেখতে পাই- দেখতে পাই অবয়বটি আমার ভেতর….