Author Picture

আদ্যনাথ ঘোষ

আদ্যনাথ ঘোষের তিনটি কবিতা

তৃষ্ণার সাঁঝনদী জল . সাঁঝের ঘোমটা-নদীর মতো আঁধারও ধানক্ষেতে খেলে। অথচ তোমার শূন্যপুর উঠোনের ধুলোর মায়ায় নতজানু হয় আর পরিহাসে উন্মুখ আকাশ মাটির কাছেই ঠোঁটের উষ্ণতা খোঁজে- দিন ও রাতের নিয়তির ঘোরে। এ-বুঝি প্রেম নয় প্রেমের দিশেহারা সিঁড়ি। চারিদিকে ছুঁয়ে থাকা স্মৃতির দেয়াল। কখনও ভাসে আর ডোবে। শাড়ির ভাঁজের মাঝে ডুবে থাকা আলো আর অন্ধকার….

error: Content is protected !!