
আদিত্য নজরুল-এর একগুচ্ছ কবিতা
প্রাচীর ~ পাশাপাশি দুটি বাড়ি; হিন্দু-মুসলমানের মাঝে গাঢ় মৌনতায় দাঁড়িয়ে একটি প্রাচীর তবু দুই বাড়ির বন্ধুত্ব বেশ। এ’বেলা, ও’বেলায় এ বাড়ির রান্না ও বাড়িতে যায়… মুসলিমের ছেলেরা খেলতে হিন্দুর বাড়িতে আসে। ধুলোবালি খেলতে খেলতে এ’বাড়ির ছেলেটির ও’বাড়ির মেয়েটির সাথে ভালোবাসা হয়ে গেলে দু’বাড়ির মাঝে পুনরায় ধর্মের প্রাচীর ওঠে। দু’বাড়ির ছেলে মেয়েরা এখন মিলেমিশে শত্রু শত্রু….