
আতিদ তূর্য’র একগুচ্ছ কবিতা
চুরি দিনেদুপুরে হারিয়ে যাচ্ছে সব। উঠোনে ফেলে রাখা সাইকেলও হারিয়ে গেলো এমন জোয়ারে৷ রোদে দেওয়া আচার— শুকোতে দেওয়া কাপড় হচ্ছে গায়েব চোখের পলকে। বাড়িতে জম্বির মতো ঘুরছি আমরা মায়ের হাত-কান-গলা খালি। পুলিশরা সব করে কি?— দাদু বলে। রোদমাথায় বাবা গেছেন ভোটাভুটিতে চুরি না-কি হয়েছে সেখানেও। বানরনাচন ঐতিহ্যবাহী বানরখেলা হালে পানি পেয়েছে। রসিক মহাজন গদিতে….