
আজাদুর রহমান-এর একগুচ্ছ কবিতা
ছুরি যে কোন স্মৃতির পিছনে কোমল এক ছুরি থাকে, খুব কোমল, এত কোমল যে, ফুলের পাপড়িও তাকে টের পায় না। আমরা স্মৃতি জমা করি গোলাপ লাগাই, তারপর ছুরির জন্য অপেক্ষা করি, খুব কোমল এক ছুরি, এত কোমল যে, পাপড়িও তাকে টের পায় না। ইচ্ছে যার ঈশ্বর আছে সে স্বর্গের কথা ভাবে। যার নাই সে….