
অসীম বিভাকরের একগুচ্ছ কবিতা
বিচ্ছেদ . একটা কাক মৃত পুকুরের শোকে পিপাসা নিয়েই কাটিয়ে দেয় দিন। বৃক্ষের কতিপয় পাতা উদ্বাস্তু শিশুর মতো ঝরে পড়ে নর্দমার জলে। বিকেলের ছায়া ছুঁয়ে কিছু লোক হেঁটে চলে দুর্বোধ্য অভিধানের দিকে। কাকের শোকার্ত মুখ অথবা পুষ্টিহীন পাতার শরীর কিছুই দেখে না তারা। সামান্য জলের অভাবে থেমে যায় বৃক্ষের হৃৎপিণ্ডের ধ্বনি। অথচ মমতামাখা এক আঁজলা….