
অনুভব আহমেদের একগুচ্ছ কবিতা
অন্তর্গত মসনদে * যেনো নাচছি সকল মুদ্রায় সঠিক আর ভুলের চর্চায় ঘন উস্তাদজীদের ভীড়ে কেবল একটা হাততালির প্রত্যাশায় জন্মের কাছে জিম্মি হয়ে নাচছি পর্ণ কুটির ধারের পথের মতো কাঙাল এ প্রত্যাশা এ প্রত্যাশা তৃষ্ণার্ত উটের কুব্জের মতো বেঢপ নাচতে নাচতে মনোরঞ্জনের এ আসরে ব্যর্থ ভাঁড় আমি দাঁড়ায় রয়েছি দরোজার বাইরে নেকরোফিলিয়া * ১. প্রলেতারিয়েত….