গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি গণগ্রন্থাগারে পিরোজপুর সাহিত্য পরিষদের ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও দুইজন লেখকের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
অনুষ্ঠানে পিরোজপুর সাহিত্য পরিষদের ২০২৪ সালের কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন কবি দেলোয়ার হোসেন আলম ও কার্যনির্বাহী সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম এ সময় হাছিবুর রহমানের প্রথম লেখা কাব্যগ্রন্থ ‘ফিলিস্তিনের কান্না‘ ও যুবায়ের আহমাদের লেখা কাব্যগ্রন্থ ‘নিশীথের অশ্রু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
পিরোজপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা মো. মাসুম খানের সভাপতিত্ত্বে ও কবি সনজয় কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ:. জলিল আকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর শেরই বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, তেসদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, কথাসাহিত্যিক খায়রুন্নাহার রুবি, ডা. এস দাস, কবি প্রাণকৃষ্ণ বিশ্বাস কবি আবুবকর ছিদ্দিক প্রমুখ।