Author Picture

পিরোজপুর সাহিত্য পরিষদের অভিষেক ও দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সৃজন ডেস্ক

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি গণগ্রন্থাগারে পিরোজপুর সাহিত্য পরিষদের ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও দুইজন লেখকের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

অনুষ্ঠানে পিরোজপুর সাহিত্য পরিষদের ২০২৪ সালের কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন কবি দেলোয়ার হোসেন আলম ও কার্যনির্বাহী সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম এ সময় হাছিবুর রহমানের প্রথম লেখা কাব্যগ্রন্থ ‘ফিলিস্তিনের কান্না‘ ও যুবায়ের আহমাদের লেখা কাব্যগ্রন্থ ‘নিশীথের অশ্রু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

পিরোজপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা মো. মাসুম খানের সভাপতিত্ত্বে ও কবি সনজয় কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ:. জলিল আকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর শেরই বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, তেসদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, কথাসাহিত্যিক খায়রুন্নাহার রুবি, ডা. এস দাস, কবি প্রাণকৃষ্ণ বিশ্বাস কবি আবুবকর ছিদ্দিক প্রমুখ।

আরো পড়তে পারেন

প্রতিভাবান এক কবিকে বাঁচাতে এগিয়ে আসুন

‘‘ভাষাহীনতার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ। জীবনের মাত্রাগুলো অনায়াসে মিলেমিশে মোহনা তৈরি করছে।  আমি সেই মোহনায় কোনো দিক খুঁজে পাই না।  কিছু প্রশ্নের অমীমাংসা নিয়ে ভোর হয়ে যায়। তারপরও অন্ধকার কাটে না। এ–সমস্ত ভাবনা শুধু নেতিবাচকতার চিহ্ন নয়, বরং  এক গভীর তরঙ্গে আমার অস্তিত্বের আত্মপ্রকাশের একেকটি চিত্রকল্প  যারা আমাকে কেবল আরো ভাষাহীনতার দিকেই নিয়ে যাচ্ছে ক্রমশ’! কবিতাটি প্রতিভাসম্পন্ন তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ–এর। জন্মের ছয় মাস বয়স থেকেই যিনি দুরারোগ্য ব্যাধি থ্যালাসমেয়িয়ায় আক্রান্ত। এ রোগ তার জীবনকে অবর্ণনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার উপান্তে দাঁড় করিয়েছে। তবে জীবনের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাভাবিকতায় ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসার। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী শ্বেতা। অসুস্থতা নিয়েও….

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনী ‘ছাপাইচিত্রের দূর অদূর’ শীর্ষক শিল্প আলাপ

পঞ্চাশের দশক থেকে সমকালীন শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘ছাপাইচিত্রের পরম্পরা’ প্রদর্শনী। চলমান এই প্রদর্শনীকে কেন্দ্র করে গত ৮ জুন শনিবার ২০২৪, বেঙ্গল শিল্পালয়ে ‘ছাপাইচিত্রের দূর অদূর’— শীর্ষক শিল্প আলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর এমিরেটাস শিল্পী রফিকুন নবী ও শুন্য আর্ট স্পেস এর পরিচালক জাফর ইকবাল জুয়েল। এই শিল্প….

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের নিশ্চয়তা’র সাথে সঙ্গতি রেখে সম্প্রতি ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে গাজীপুরে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খুলনার জি-গ্যাস এলপিজি মাদার প্ল্যান্ট ও রূপগঞ্জের জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট-১০১, অর্থাৎ এনার্জিপ্যাকের সকল কারখানায় বিশেষ….

error: Content is protected !!