Author Picture

কুমকুম দত্তের একগুচ্ছ কবিতা

কুমকুম দত্ত

দেবীর মুখ

শরত কাশফুল দুলে বাতাসে শেষ প্রহর
সূর্যাস্তে নিবিড় সহমরণ সুখের
বুকের নদী স্বচ্ছ গভীর জলধারা হাতছানি
কাগজের নৌকা নির্মাণে জীবন পারাপার
পরিশীলিত কালের কলস
যৌথ যাপন দেবীর মুখ আনন্দে আত্মহারা
শঙ্খধ্বনি বেজে ওঠে দিনশেষে মেঘের পালক
ঝরে পড়ে রাত্রি আঁধার করুণ লোহার গারদে

 

আকাশে মৃত চাঁদ

কামনার বিশুদ্ধ আঁধারে খুনসুটি
বালিশে মাথা গুঁজে ঠাই;
রাতগুলো ফুরোয় না সহজে
আসন পাতে শয্যাসঙ্গিনী
জোড় আলিঙ্গনে শক্ত মুঠোয়;
রাত হয় পরস্পর ভোর
বিকিরণে চাঁদ সবিনয় নিবেদন।
নির্জনে রাতের অন্তরালে ঝুলে
অসীমের আকাশে মৃত চাঁদ।

 

তোমার কাছে ফিরছি

তোমার কাছে লিখছি মানে
ফিরছি তোমার কাছে আবার
পরাজিতের দায় নিয়ে নির্বিকার
একান্তে নিজের গন্তব্যের দিকে।
একলা বছরের-পর-বছর
অজস্র ঘুমের প্রহর সেলাই করে;
গোপনে তোমার কাছে ফিরছি আবার
দাঁড়িয়ে আছে সময় একাকী অন্ধকার।

 

একলা মেঘলা শ্রাবণ

বাঁশির ভাঙনের সুর গভীর
বুকে ঢেউ তোলে অতল;
অনুরূপ বিরহে রাধার
চোখ নির্বিকার যমুনার জল।
ডুবে আছি আকণ্ঠে প্রেম আস্বাদন
ছায়া সুদূরের সাথে;
বসে একলা মেঘলা শ্রাবণ
আকাশ বিরহ জগৎ জুড়ে…

 

জাগে ঢেউ বিষাদের

রক্তে জাগে ঢেউ বিষাদের
জোয়ার পূর্ণিমা প্রেম পরাগায়ন
বিরহ বিস্তীর্ণ বিরান;
চোখ যায় যতদূর
ছড়ানো ছিটানো শস্যদানা
লাঙল পড়ে আছে পতিত জমি
কাঁধে জোয়াল কৃষকের;
রক্তে জাগে ঢেউ বিষাদের।

আরো পড়তে পারেন

আহমেদ ফরিদের একগুচ্ছ কবিতা

তোমার সাথে দেখা হওয়া জরুরী নয় সেদিন তুমি আমাকের ডেকে বললে, ”আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরছে এসো চা খেয়ে যাও ঝাল মুড়ি, পেঁয়াজ ভেজে দেবো সঙ্গে কাঁচালংকাও থাকবে। দুজনে চা খাব, মুড়ি খাব, আর গল্প করবো।’ আমি বললাম, ’না, আমি যাবো না । আমি আমার জানালায় বসে আকাশ দেখছি, বৃষ্টি দেখছি, আকাশের কান্না দেখছি, গাছেদের নুয়ে….

নিকোলাই রুবৎসভের কবিতা

নিকোলাই মিখাইলোভিচ রুবৎসভ (৩ জানুয়ারি ১৯৩৬ – ১৯ জানুয়ারি ১৯৭১) মাত্র পঁয়ত্রিশ বছরের জীবন পেয়েছেন রুশ কবি নিকোলাই রুবৎসভ। দুর্ভাগ্য তাঁকে তাড়া করেছে সারাজীবন। শৈশবে মায়ের মৃত্যু ও পিতার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাঁর স্থান হয় শিশু আশ্রমে। পড়াশোনা শেষ করার আগেই জীবিকার তাগিদে তাকে খনিতে, জাহাজে কাজ করতে হয়। সৈন্য বাহিনীতে যোগ দেওয়ার….

সোহরাব পাশা’র একগুচ্ছ কবিতা

নিদ্রিত ঘ্রাণের শব্দ দীর্ঘ যায় আশালতা ফিরে আসে বিষণ্ণ গোধূলি ফিরে আসে দুঃখিত সকাল, ক্ষয়ে যাওয়া এক দূরের উপনিবেশ পাখির চেয়ে মানুষের কোলাহল বেশি কোনো মৃত্যু মানুষকে অপরাধী করে না নিঃশ্বাসের রোদে আবছায়া নিদ্রিত মেঘ স্মৃতির অসুখ বাড়ে; দূরে নির্জন আধাঁরে জেগে ছিলো মানুষের কথা পুরনো সে বাড়ি সেই ছায়াপথ মায়াপথ জুড়ে কতো ভুল মানুষের….

error: Content is protected !!