
ক্যাপিচিনো সন্ধ্যা
ভাষা কি শুধু কথাতেই থাকে
ভাষা থাকে মুহুর্ত জুড়ে এপার ওপারে
ক্যাপিচিনো আর সিগারেটের ধোঁয়ায়
ঝড় কেবল মেঘ করলেই হয়না
ওই পাঁচ মিনিটের আবদারেও
ভেঙে চূড়ে ঝড় আসে
কে বলেছে টাকার ব্যাগ
আর সোনা দানাই কেবল ছিনতাই হয়!
চুমুর কৌটোও ছিনতাই করে নেয়
আবছায়ে কেউ….
জলের ভুল
চুমু খেও ঠোঁট ফুলে গেলে কেটে গেলে
লুকিয়ে রাখা যাবে
কিংবা বানিয়ে বানিয়ে মিথ্যা গল্পও বলা যাবে
কেউ একজন ক্লাস টেনে শিখিয়েছিল
প্রেমে মিথ্যা বললে পাপ নেই বরং পুণ্য হয়
আর কিছু যাই হোক গোপন প্রেমে
অন্তরে আঁচর কেটো অগনিত তাও দোষ নেই
সে গোপন একান্ত আপন
তবে ওই যে জলের ফোঁটা!
সে ক্ষেত্রে কিছুটা সাবধানে থাকা ভালো
প্রেম বুঝি তখন কাঁটা হয়ে খোঁচায়
না থাকে গোপন
আর না হয় আপন
মনে থাকবে?
ইচ্ছে ডানা
ইচ্ছে আমার সুতো ছেঁড়ে আপন ডানা মেলি
ইচ্ছে আমার জানলা ভেঙে পাড়াই অলিগোলি
তেলের বাটি উল্টে ফেলে মনের পাটি গড়ি
ঢেউয়ের ঢেউয়ে সাঁতার কেটে ভাঙি পায়ের বেড়ি
একলা আমার আকাশ জুড়ে একলা মেঘের আবাস
মন ময়ুরের পেখম মেলা মাতাল হাওয়ার সুবাস
ছড়িয়ে বেড়াই চাঁদের হাসি রুপোর ছটার জোড়ে
ইচ্ছে আমার প্রদীপ জ্বালি সূর্য ডোবা ভোরে।।
এই একা ভালো থাকা
উড়ে গেলো যে ফড়িং
তারে
উড়তে দেখো, ঘুরতে দেখো
বসতে দেখো কোনো ডালে
সময়ের মত দুঃখও বসে থাকেনা
নতুন পাখির শিস দেয় আবার
প্রজাপতির রং এও মন দোলে
জীবনের গল্প যতটুকুই হোক
পড়তে হয় দাড়ি, কমা সহ
কখন কোথায় শিহরণ আছে
তা কেবল সময়ই বলে….
মন্দবাসার মানুষ
ওই মন্দবাসার মানুষ
স্বপ্ন গুলো টুকরো করে
উড়ালি কেন ফানুস?
কি পেয়েছিস মগের মুলুক?
যেমন খুশি তেমন করে
তাস পিটিয়ে যাবি!
খামখেয়ালির রং মেশালি
সাতসাগরে নাউ ভাসালি
কাব্য কথায় ঘুম ভাঙালি
কেমনে ছাড়া পাবি?
কামড়ে দেবো খুবলে খাবো
খামচে চিঁড়ে দেবো
তোর ওই স্মৃতির বাক্সটারে
পারলে এসে ধুয়ে মুছে
আয় দিয়ে যা সবটা নতুন করে