Author Picture

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্য অনুষ্ঠানে ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রমী জীবন’ বইয়ের পাঠচক্র

সৃজন ডেস্ক

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্যানুষ্ঠানে পাঠাগারভিত্তিক লেখক সৃষ্টির প্রকল্প ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্যানুষ্ঠান সম্প্রতি লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বিশিষ্ট ছড়াকার জাকির হোসেন কামাল। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ লক্ষ্মীপুর জেলার সভাপতি রুহুল আমিন মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন লজেসাস সি: সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী ও যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম। অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের পুনর্গঠিত নির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়।

এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অনুবাদক ও কথাসাহিত্যিক হারুন আল রশিদের উপন্যাস ‘রুদেবিশ শেকাবের ব্যতিক্রম জীবন‘ উপন্যাস। অনুষ্ঠানের এক পর্বে এই বইটি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত লেখকরা বইটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানান। লেখক এবং সাহিত্য সংসদের সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন বলেন, উপন্যাসটি একটানে শেষ করার মতো। বিষয় এবং লেখনিশৈলির বিবেচনায় এমন গুরুত্বপূর্ণ উপন্যাস কয়েক বছরের মধ্যে পড়া হয়ে ওঠেনি। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মাধ্যমে লেখক রাষ্ট্র সমাজ এবং ধর্মীয় অনেক সীমাবদ্ধতা তুলে ধরেতে সক্ষম হয়েছেন। আমি বলব, উপন্যাসটি এবছরের সেরা তো বটেই। বাংলা সাহিত্যে এই উপন্যাস উল্লেখযোগ্য সংযোজন।

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুনর্গঠিত নির্বাহী পর্ষদ নিম্নরূপ: সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ, সি: সহ সভাপতি মাহবুবুল বাসার, আমির হোসেন মোল্লা,মুস্তাফিজুর রহমান ও মোশাররফ হোসেন চৌধুরী, সহ সভাপতি মুরাদ আল হাসান চৌধুরী, নারায়ণ চন্দ্র মজুমদার, ডা. আক্তার হোসেন আলমগীর, মিয়া মাহবুব, ভিপি বেলায়েত ও মোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম, আহমেদ কাওছার বিন জামান, ফখরুল ইসলাম, আনিস আহমেদ, ফাহমিদা মাহবুব রূপা,নাসরীন জাহান রীনা, আসাদুল ইসলাম শ্রাবণ ও আবীর আকাশ,অর্থ সম্পাদক রায়হানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাহাদাত, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন রাজু,প্রচার সম্পাদক হোসেন আহমেদ জান, সহ প্রচার সম্পাদক রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম নিলয়, সহ দপ্তর সম্পাদক মাহমুদ শরীফ, সাংস্কৃতিক ও পাঠচক্র সম্পাদক আহসান হাবীব ইয়ামিন, নির্বাহী সদস্য এম এ রহীম, তকী মোহাম্মদ আকরাম, শাহরিয়ার মাহমুদ, ইকন দাস,রেজাউল হক রানা,আলমে রওশন,শামীম মাহমুদ, বোরহান উদ্দিন রব্বানী, জাহিদ হাসান তুহিন, কামরুল হাসান হৃদয়, ফাহিম উদ্দিন বাবুল, আবদুল আহাদ স্বাধীন, নিজাম উদ্দিন রূপক, এম ফারবেজ,আহমাদ ফাহাদ, শাফায়েত হোসেন, আফনান ইয়াসমিন লারা,ফারহানা আক্তার দৃষ্টি, মেহরাজিন আক্তার মীম, উম্মে আইমান তৃষা,আব্রাহাম শান্ত, রাহাত চৌধুরী, মো: ইব্রাহিম ও মনিরুল হক রূপম।

আরো পড়তে পারেন

‘বাঙালি’ সাহিত্য পুরস্কার পেলেন শরাফত হোসেন

‘বাঙালি’ সাহিত্য পুরস্কার পেলেন কবি শরাফত হোসেন। শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় জাদুঘরে আয়োজিত ‘বাঙালি’ সাহিত্য উৎসবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী হাশেম খান পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কথাশিল্পী হরিশংকর জলদাস। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সরকার আবদুল মান্নান, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কথাসাহিত্যিক….

দার্জিলিংয়ে চার দেশের কবিতা উৎসব বাংলাদেশের রহমান শেলী সম্মানিত

দার্জিলিং শিবম হলে তিন দিনব্যাপী কবিতা উৎসবের পর্দা নামলো। ‘কবিতা হোক শান্তি ও সম্প্রীতির হাতিয়ার’ এই স্লোগান সামনে রেখে শেষ হলো কবিতা উৎসব। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ৫০ জন কবি অংশ নেন। বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র এবং জাতীয় কবিতা পরিষদ কলকাতার উদ্যোগে উৎসবের আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিখ্যাত কবি ও কথাসাহিত্যিক….

সাতক্ষীরায় ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’ বই নিয়ে আলোচনা অনুষ্ঠান

সাগর পরিমাণ রক্ত, মহাসাগর পরিমাণ অশ্রু আর অগণিত জীবন ত্যাগের  মিশ্রণ যে মুক্তিযুদ্ধ, তার অংশীদার তো আপামর জনসাধারণ। আর সেটা মনে করিয়ে দেয়ার আয়োজন হলো ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’ বইটি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একেএম শামসুদ্দিনের সুশৃংখল সৈনিক জীবন তার ভিতরে দেশ প্রেমের যে বীজ বপন করেছিল এই বইটি তারই ফল। যেখানে নাম ভূমিকার পিছনে….

error: Content is protected !!