Author Picture

মনদীপ ঘরাই এর একগুচ্ছ কবিতা

মনদীপ ঘরাই

শুরু থেকে

এভাবে না।
আমার সবকিছু শুরু থেকে চাই।
আমি মাঝপথ থেকে কোনো সিনেমা দেখি না;
এমনকি দেখি না এক ইনিংস পেরোনো কোনো খেলাও।
এই যেমন বইয়ের কথাই ধরুন না!
শুরু থেকেই তো পড়তে হয়।
শেষ থেকে শুরু করা যায় না।
এজন্য শুরু থেকে চাই।
সবকিছু শুরু থেকে চাই।
বেতনের মতো; মাসের শুরু থেকে।
নববর্ষের মতো; বছরের শুরু থেকে।
বইয়ের মতো; শুরুর পাতা থেকে
ব্যবসার মতো; নতুন হালখাতা থেকে।
কিংবা জীবনের মতো…
জীবনের মতো?
হোঁচট খাই।
এখানে এসেই থেমে যাই।
সবকিছু যে শুরু থেকে চাই;
জীবনের শুরুর সময়ই তো নিজের মনে নাই!

 

শহর

এই শহরটা খেলার মাঠের মতো।
বাইরের শহর কিংবা দেশ থেকে
খেলতে আসে খেলোয়াড়।
তোমাদের জীবনে তোমরা কতটুকু খেলো আর?
খানিকটা ব্যাটবল, খানিকটা পেশী…
এই শহরটা খেলার মাঠের মতো।
এখানে খেলোয়াড় কম, দর্শক অনেক বেশি।
মারপিট, অগ্নিকান্ড,  দুর্ঘটনা; কিংবা পাশের বাড়ির বিপদ!
টিকেট ছাড়াই মানুষ বেশ আগ্রহ নিয়ে দেখে।
এই শহরটা খেলার মাঠের মতো।
এখানে দেয়ালে দেয়ালে মনের কথা
স্কোরবোর্ডের মতো লেখে।
শুধু…
মাঠের মতো সবুজ নেই শহরে;
কিংবা মানুষের মনে।
এই শহরটা তবুও খেলার মাঠের মতো হার-জিত গোনে।
খেলা শেষে মিশে থাকে আলো নেভার ভয়;
শহরটা ঠিক খেলার মাঠের মতো;
হার অথবা জিত নিয়ে-
শহর ছেড়ে যেতে হয়।

 

নীল মানুষ

জানি, কষ্ট দেখতে তোমার
একেবারে ভালো লাগে না।
এটুকু ভেবে স্বস্তি পেতে পারো যে,
কষ্ট দেখতে হলে আলো লাগে না।
অন্ধকারেও দেখা যায়;
ছোঁয়া যায়।
যে মানুষটা কষ্ট ছুঁয়ে দেখে,
সে তোমার-আমার মতো নীল হয়ে যায়।
কষ্টে নীল, কন্ঠে নীল কিংবা পুরো শরীরে…
একটা অবাক ব্যাপার জানো তো?
আমার চারপাশে তুমি আর আমি ছাড়া
আর কোনো নীল মানুষ নেই।
আছে শয়ে শয়ে সবুজ মানুষ।
এরা সুখী। অন্ততঃ টেস্ট রিপোর্ট তো তাই বলে!
সবুজ মানুষেরা গাছের মতো।
কষ্ট থাকলেও শক্ত বাকলের মধ্যে লুকিয়ে রাখতে পারে।
পাতার মুখোশে যত্ন করে ওরা কান্না ঢাকতে পারে।
আমরা পারি না।
পারিনা বলেই হয়তো, সহজেই নীল হয়ে যাই।
কষ্টের নীল রং এ ডোবানো ভেজা একটা তুলির মতো;
যার জন্মই হয়েছিলো-
একজনের হাতের জাদুতে- অন্য কারো ছবি আঁকার জন্য।

 

চুইংগাম

সমস্যাটা হলো চুইংগাম।
হ্যাঁ হ্যাঁ। চুইংগাম।
আপনারা যেটা চাবাতে বড্ড পছন্দ করেন।
যে দীর্ঘতম মিষ্টি স্বাদের আশায় আপনারা
চুইংগাম কেনেন;
শুরুর সেই মিষ্টি স্বাদ দ্রুত ফুরিয়ে আসে।
তবুও চাবিয়ে যান। চাবিয়ে যান।
একসময় বিস্বাদ লাগতে থাকে।
তবুও….
চাবিয়ে।
যান।
এরপর ফেলে দিতে মন চায়।
কিন্তু ফেলবার জায়গা খুঁজে না পেয়ে…
আপনি চাবিয়ে যান।
শেষমেষ টুক করে মুখ থেকে ছুঁড়ে ফেলেন রাস্তায়।
চুইংগাম। আপনার চাবানো ধুলোমাখা চুইংগাম।
অচেনা কারও জুতোয় আটকে ঘরে ফেরে, ঠিক পাঁচটায়।
জীবনটাও তো আপনারা এমনি চাবান, তাই না?
ইয়ে মানে, আমার আবার সুগার প্রবলেম;
আমি চুইংগাম খাই না।

আরো পড়তে পারেন

আহমেদ ফরিদের একগুচ্ছ কবিতা

তোমার সাথে দেখা হওয়া জরুরী নয় সেদিন তুমি আমাকের ডেকে বললে, ”আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরছে এসো চা খেয়ে যাও ঝাল মুড়ি, পেঁয়াজ ভেজে দেবো সঙ্গে কাঁচালংকাও থাকবে। দুজনে চা খাব, মুড়ি খাব, আর গল্প করবো।’ আমি বললাম, ’না, আমি যাবো না । আমি আমার জানালায় বসে আকাশ দেখছি, বৃষ্টি দেখছি, আকাশের কান্না দেখছি, গাছেদের নুয়ে….

নিকোলাই রুবৎসভের কবিতা

নিকোলাই মিখাইলোভিচ রুবৎসভ (৩ জানুয়ারি ১৯৩৬ – ১৯ জানুয়ারি ১৯৭১) মাত্র পঁয়ত্রিশ বছরের জীবন পেয়েছেন রুশ কবি নিকোলাই রুবৎসভ। দুর্ভাগ্য তাঁকে তাড়া করেছে সারাজীবন। শৈশবে মায়ের মৃত্যু ও পিতার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাঁর স্থান হয় শিশু আশ্রমে। পড়াশোনা শেষ করার আগেই জীবিকার তাগিদে তাকে খনিতে, জাহাজে কাজ করতে হয়। সৈন্য বাহিনীতে যোগ দেওয়ার….

সোহরাব পাশা’র একগুচ্ছ কবিতা

নিদ্রিত ঘ্রাণের শব্দ দীর্ঘ যায় আশালতা ফিরে আসে বিষণ্ণ গোধূলি ফিরে আসে দুঃখিত সকাল, ক্ষয়ে যাওয়া এক দূরের উপনিবেশ পাখির চেয়ে মানুষের কোলাহল বেশি কোনো মৃত্যু মানুষকে অপরাধী করে না নিঃশ্বাসের রোদে আবছায়া নিদ্রিত মেঘ স্মৃতির অসুখ বাড়ে; দূরে নির্জন আধাঁরে জেগে ছিলো মানুষের কথা পুরনো সে বাড়ি সেই ছায়াপথ মায়াপথ জুড়ে কতো ভুল মানুষের….

error: Content is protected !!