সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মুহিবুর রহমান একাডেমি’ তাদের এসএসসি ব্যাচ-২০২৩ এর মডেল টেস্ট পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নম্বরপত্র প্রদর্শনের প্রথম দিনে অভিভাবকদের উপস্থিতিতে প্রথম দশ স্থান অধিকারী শিক্ষার্থীদের বই উপহার দেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের সৌজন্যে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও পদার্থবিজ্ঞানী ড. খন্দকার রেজাউল করিমের ‘কোয়ান্টাম রাজ্যের গল্প’ বইটি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মুহম্মদ ইমদাদ, একাডেমিক কো-অর্ডিনেটর আব্দুস শহীদ জিয়া, পরীক্ষার্থী ক্লাসের শ্রেণিশিক্ষক অজয় কুমার তালুকদার ও রাসেল আহমেদ। অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ) তার বক্তব্যে বলেন, ‘কোয়ান্টাম রাজ্যের গল্প‘ বইটি বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞান পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি অমূল্য গ্রন্থ। বিজ্ঞানের জানা অজানা অনেক মজার মজার তথ্য গল্পের মত করে এই গ্রন্থে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, শুরু করলে এক নিঃশ্বাসে পড়ে শেষ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের উচিত এই গ্রন্থ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করা।
মুহিবুর রহমান একাডেমি সিলেটের প্রথম ও আন্তর্জাতিক মানের ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান। অভিনব ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে।
উল্লেখ্য, লেখক খন্দকার রেজাউল করিম পদার্থবিদ, শিক্ষক, এবং গবেষক। নাসা, মার্কিন বিজ্ঞান সংস্থা, মার্কিন এনার্জি সংস্থা, ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের গবেষণা প্রজেক্টে অংশগ্রহণ করেছেন এবং লিখেছেন শতাধিক গবেষণা প্রবন্ধ।