Author Picture

ছাত্র ছাত্রীদের হৃদয়রাজ্যে “কোয়ান্টাম রাজ্যের গল্প”

সৃজন ডেস্ক

সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মুহিবুর রহমান একাডেমি’ তাদের এসএসসি ব্যাচ-২০২৩ এর মডেল টেস্ট পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নম্বরপত্র প্রদর্শনের প্রথম দিনে অভিভাবকদের উপস্থিতিতে প্রথম দশ স্থান অধিকারী শিক্ষার্থীদের বই উপহার দেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের সৌজন্যে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও পদার্থবিজ্ঞানী ড. খন্দকার রেজাউল করিমের ‘কোয়ান্টাম রাজ্যের গল্প’ বইটি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মুহম্মদ ইমদাদ, একাডেমিক কো-অর্ডিনেটর আব্দুস শহীদ জিয়া, পরীক্ষার্থী ক্লাসের শ্রেণিশিক্ষক অজয় কুমার তালুকদার ও রাসেল আহমেদ। অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ) তার বক্তব্যে বলেন, ‘কোয়ান্টাম রাজ্যের গল্প‘ বইটি বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞান পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি অমূল্য গ্রন্থ। বিজ্ঞানের জানা অজানা অনেক মজার মজার তথ্য গল্পের মত করে এই গ্রন্থে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, শুরু করলে এক নিঃশ্বাসে পড়ে শেষ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের উচিত এই গ্রন্থ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করা।

মুহিবুর রহমান একাডেমি সিলেটের প্রথম ও আন্তর্জাতিক মানের ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান। অভিনব ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে।

উল্লেখ্য, লেখক খন্দকার রেজাউল করিম পদার্থবিদ, শিক্ষক, এবং গবেষক। নাসা, মার্কিন বিজ্ঞান সংস্থা, মার্কিন এনার্জি সংস্থা, ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের গবেষণা প্রজেক্টে অংশগ্রহণ করেছেন এবং লিখেছেন শতাধিক গবেষণা প্রবন্ধ।

আরো পড়তে পারেন

প্রতিভাবান এক কবিকে বাঁচাতে এগিয়ে আসুন

‘‘ভাষাহীনতার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ। জীবনের মাত্রাগুলো অনায়াসে মিলেমিশে মোহনা তৈরি করছে।  আমি সেই মোহনায় কোনো দিক খুঁজে পাই না।  কিছু প্রশ্নের অমীমাংসা নিয়ে ভোর হয়ে যায়। তারপরও অন্ধকার কাটে না। এ–সমস্ত ভাবনা শুধু নেতিবাচকতার চিহ্ন নয়, বরং  এক গভীর তরঙ্গে আমার অস্তিত্বের আত্মপ্রকাশের একেকটি চিত্রকল্প  যারা আমাকে কেবল আরো ভাষাহীনতার দিকেই নিয়ে যাচ্ছে ক্রমশ’! কবিতাটি প্রতিভাসম্পন্ন তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ–এর। জন্মের ছয় মাস বয়স থেকেই যিনি দুরারোগ্য ব্যাধি থ্যালাসমেয়িয়ায় আক্রান্ত। এ রোগ তার জীবনকে অবর্ণনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার উপান্তে দাঁড় করিয়েছে। তবে জীবনের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাভাবিকতায় ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসার। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী শ্বেতা। অসুস্থতা নিয়েও….

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনী ‘ছাপাইচিত্রের দূর অদূর’ শীর্ষক শিল্প আলাপ

পঞ্চাশের দশক থেকে সমকালীন শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘ছাপাইচিত্রের পরম্পরা’ প্রদর্শনী। চলমান এই প্রদর্শনীকে কেন্দ্র করে গত ৮ জুন শনিবার ২০২৪, বেঙ্গল শিল্পালয়ে ‘ছাপাইচিত্রের দূর অদূর’— শীর্ষক শিল্প আলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর এমিরেটাস শিল্পী রফিকুন নবী ও শুন্য আর্ট স্পেস এর পরিচালক জাফর ইকবাল জুয়েল। এই শিল্প….

‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের নিশ্চয়তা’র সাথে সঙ্গতি রেখে সম্প্রতি ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে গাজীপুরে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খুলনার জি-গ্যাস এলপিজি মাদার প্ল্যান্ট ও রূপগঞ্জের জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট-১০১, অর্থাৎ এনার্জিপ্যাকের সকল কারখানায় বিশেষ….

error: Content is protected !!