Author Picture

টেসলার অপছন্দের ছবি

সুদীপ্ত সালাম

তার নামে যুক্তরাষ্ট্রে ১১২টি এবং অন্য ২৬টি দেশে আরো ১৯৬টি প্যাটেন্ট নিবন্ধিত আছে, এর মধ্যে ৩০টি শুধু ফ্রান্সেই নিবন্ধিত—এ থেকে অনুমান করা যায় নিকোলা টেসলা কত বড় মাপের বিজ্ঞানী ছিলেন। ঊনবিংশ শতাব্দীর আশির দশক থেকে এই সার্বীয়-মার্কিন ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একের পর এক যুগান্তকারী আবিষ্কার দিয়ে মানবসভ্যতাকে সমৃদ্ধ করা শুরু করেন। বিদ্যুৎ ছাড়াও মোটর, রেডিও, এক্স-রে, নিয়ন সাইন ইত্যাদি নানা বিষয় নিয়ে আজীবন কাজ করেছেন টেসলা। তার অন্যতম বড় আবিষ্কার এসি (অল্টারনেটিং কারেন্ট) বিদ্যুৎ। আজ প্রায় গোটা পৃথিবীতে বিদ্যুৎ সঞ্চালনে টেসলার পদ্ধতি অনুসরণ করা হয়।

এমন একজন তারকা বিজ্ঞানীর ছবি তোলার ভার পড়ে আলোকচিত্রী ডিকেনসন ভি অ্যালির ওপর। অ্যালি তখন কাজ করতেন সেসময়ের মস্ত বড় সাময়িকী ‘সেঞ্চুরি ম্যাগাজিন’-এ। ম্যাগাজিনের জন্য টেসলার ছবি তুলতে ১৮৯৯ সনের ডিসেম্বরে তিনি যান টেসলার কলোরাডোর গবেষণাগারে। অ্যালি ভাবলেন, এই বিশ্বখ্যাত বিজ্ঞানীর ছবি যেনতেন ভাবে নিলে হবে না। এমন কিছু করতে হবে যাতে টেসলার ছবিও টেসলার কীর্তির মতোই স্মরণীয় হয়ে থাকে। টেসলা বিদ্যুৎ নিয়ে খেলেন, বিদ্যুতের সঙ্গে তার বসবাস। বিদ্যুতের সঙ্গে তার যে জীবনযাপন তা যদি ছবিতে ফুটিয়ে তোলা যায়, তাহলে বেশ হয়! নিজের ভাবনা অনুযায়ী ছবি তুললেন। অ্যালি তার ম্যাগাজিনের জন্য টেসলার মোট ৬৪টি ছবি তোলেন। যার মধ্যে একটি ছবি সত্যিই চিরস্মরণীয় হয়ে রইলো। সাদাকালো ছবিটিতে দেখা যায়, টেসলা গবেষাণাগারের এক কোণে চেয়ারে বসে কাজ করছেন আর তার মাথার ওপরে চমকে উঠেছে লাখ লাখ ওয়াটের বিদ্যুৎ। এতো এতো বিদ্যুৎ চমকাচ্ছে তাতে টেসলার কোনো ভ্রুক্ষেপ নেই! টেসলার তৈরি করা বৃহদাকারের ট্রান্সমিটার থেকে উছলে পড়ছে সে বিদ্যুৎ। বিষয়টা কতটা ভয়াবহ তা নৃত্যরত বিদ্যুতের দৈর্ঘ্য কত তা জেনে অনুমান করা যায়, প্রায় সাত মিটার!

আলোকচিত্রী ডিকেনসন ভি অ্যালির ‘ডাবল এক্সপোজার’ পদ্ধতিতে তোলা টেসলার ছবি

ছবিটি সেসময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এমন ছবি ওই সময়ে ভীষণ দুর্লভ। মানুষ এই বিস্ময়কর ছবি দেখে রীতিমতো হতবাক, কিভাবে সম্ভব! আসলেই সম্ভব ছিল না। লাখ লাখ ওয়াটের বিদ্যুতের নিচে সাধারণ মানুষ তো দূরের কথা টেসলার মতো বিদ্যুৎপ্রেমীর জন্যও অসম্ভব ছিল। পরে জানা যায়, ছবিটিতে চাতুরী আছে। আলোকচিত্রী ডিকেনসন ভি অ্যালি ‘ডাবল এক্সপোজার’ পদ্ধতিতে ছবিটি তৈরি করেছিলেন। অর্থাৎ একই স্থানে দুটি ছবি তোলা হয়। পরে দুটো ছবিকে জোড়া দিয়ে তৈরি করা মূল ছবিটি। একটি ছবি তোলা হয়েছিল সব বাতি বন্ধ করে—শুধু বিদ্যুতের। পরে বিদ্যুৎ বন্ধ করে নেয়া হয়েছিল টেসলার বসে থাকা ছবি।

এই পুরো ফন্দিটি যে গোপন রাখা হয়েছিল তাও নয়। বলেকয়েই সব করা।

ছবিটি এখনো দর্শকদের আগ্রহকে উসকে দেয়। ঊনিশ শতকের শেষপ্রান্তে বসে একজন আলোকচাত্রী সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা দিয়ে এমন অভূতপূর্ব একটি আলোকচিত্র তৈরি করেছিলেন তা ভেবে অবাক হতে হয়। তবে ছবিটি ছাপা হওয়ার পর টেসলা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কাজটি পছন্দ করেননি। তিনি তার ‘কলোরোডা স্প্রিংস নোট’ বইয়ে বলেছেন, ‘এভাবে ছবি তোলা আমার পছন্দ হয়নি, কিন্তু দেখলাম ছবিটির প্রতি অনেকের আগ্রহ আছে। আমার ছবি তোলার সময় বিদ্যুৎ চলাচল বন্ধ ছিল, যদিও অনেকে ভাবেন আমি বিদ্যুতের নিচে বসে আছি।’

আরো পড়তে পারেন

আর্কটিক থেকে উপসাগর পর্যন্ত: কানাডা ও বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ হুমকি

এটি শুধু একটি ভৌগলিক বা স্থানিক ব্যাপ্তির  বর্ণনা নয় , যা আর্কটিক অঞ্চল থেকে উপসাগর পর্যন্ত বিস্তৃত ভ্রমণ বা পরিসরের পরামর্শ দেয়। আর্কটিক বলতে পৃথিবীর সবচেয়ে উত্তরের অংশকে বোঝায়, যা আর্কটিক মহাসাগর এবং আশেপাশের ল্যান্ডস্ক্যাপ জুড়ে রয়েছে। অন্যদিকে উপসাগর জলের শুধু একটি অংশ নয় যা ভূমি দ্বারা আংশিকভাবে ঘেরা ও একটি প্রশস্ত মুখ দিয়ে সামনে….

সত্য মিথ্যার বিজ্ঞান

প্রতিটি মিথ্যাই একেক রূপ নিয়ে আসে । যত বড়োই ক্রিমিনাল হোক। যতই মিথ্যা বলতে পারদর্শী হোক। যত বেশি চাপ নিয়ে সংযমী মিথ্যা বলার কৌশলই রপ্ত করুক, সে ক্ষেত্রে ক্রনিক লায়ার কিংবা ক্রনিক ক্রিমিনাল হিসেবে কম স্ট্রেস ফিল করবে মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে, যার কাজ এই স্ট্রেস কম-বেশি করা। কিন্তু ব্রেইনের অন্য আন্তঃ অংশগুলোর অনৈচ্ছিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ….

শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডে ভারত কি সত্যিই জড়িত?

গত কয়েকদিনে ‘খালিস্তান আন্দোলন’-এর অন্যতম শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে ঘিরে  কানাডা ও ভারতের কুটনৈতিক সম্পর্কের বেশ অবনতি হয়েছে। হরদীপ সিং হত্যার ঠিক তিন মাস পর ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তব্য দিতে গিয়ে এই হত্যাকাণ্ডের পিছনে ভারত সরকারের হাত থাকার অভিযোগ করেন। তিনি স্পষ্ট করে বলেন, তার….

error: Content is protected !!