
রাজীব সরকার এই সময়ের শক্তিমান লেখক। প্রাবন্ধিক হিসেবে বেশি পরিচিত হলেও, সাহিত্যের অন্যান্য শাখায় তার কাজগুলোও সমান গুরুত্বের দাবি রাখে। বিতর্ক বিষয়ে রাজীব সরকারের একাধিক বই মেধাবী তরুণদের প্রয়োজন মিটিয়েছে। খুব অল্পসময়ের মধ্যেই তার রম্যরচনার আলাদা পাঠকশ্রেণি গড়ে উঠেছে। গল্প ভ্রমণকাহিনি ও লিখেছেন। চলমান বিষয়ে দৈনিক পত্রিকায় মতামতধর্মী কলামও লিখে থাকেন বিভিন্ন সময়ে।
জন্ম কিশোরগঞ্জ জেলায়। পড়েছেন- ময়মনসিংহ জিলা স্কুল, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে। ভ্রমণ করেছেন এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ১৭টি দেশে।
রাজীব সরকারের লেখালেখির নানা দিক নিয়ে সৃজনের বিশেষ সংখ্যা- রাজীব সরকারের সৃষ্টির ভুবন। লেখাগুলো পড়তে শিরোনামে ক্লিক করুন।
-সম্পাদক