Author Picture

জমির হোসেন এর একগুচ্ছ কবিতা

জমির হোসেন

বেদনার সুখ
.
তোমাকে চেয়ে পেয়েছি
বেদনার এক নদী
সেই নদীতে মেলেছি হৃদয়
চাঁদের মত হাসো যদি।

দিনের আলো গড়িয়ে
রাতের নীরবতা
আঁধার গভীর হলে
মনে শুধুই তোমার কথা।


তুমি আছ
.
এক পাহাড় থেকে অন্য পবর্তের প্রান্তে
এই জগত থেকে অন্য জগতে
নিঃশ্বাসের অন্তিম সময়েও থাকব তোমার
রূপ পরিবর্তনে হও বহুরুপী
ভাঙ্গো মন অদৃশ্য আশায়, কষ্ট সইব নীরবে
তবুও পৃথিবীর নিচে ছায়া হয়ে পাশে থাকব
ভেবনা কোন রঙে বদলে যাবে মন।


নিঃস্বাস আমার
.
ক্লান্তির পথ ছোট কি!
জোনাকির আলো কম
অন্ধকারে পথচারীকে
পথ দেখায় আলো।
বৈরি পৃথিবীর জীবনে
নিঃশ্বাস থাকা কম কিসের!
বৃক্ষ ছাঁয়া দেয় প্রখর রোদে
অস্থির মানুষ পায় প্রশান্তি।


অদৃশ্য শব্দ
.
অদৃশ্য কোন স্পর্শ মনকে নাড়া দেয়।
ঘুমন্ত দেহ হঠাৎ জেগে ওঠে
অদৃশ্য দেখার চেষ্টা।
কিন্তু কোন অস্তিত্ব খুঁজে পাইনা
বিষন্ন উদ্বিগ্ন ভঙ্গুর হৃদয়।
ভাব সাগরে ডুব দেই
কিছু প্রশ্নের মুখোমুখি হই।
হঠাৎ অদৃশ্য শব্দ কানে ভাসে
তোমার সাথে দেখা রুহের জগতে।

আরো পড়তে পারেন

গাজী গিয়াস উদ্দিনের একগুচ্ছ কবিতা

বীভৎস খেলা নগরে বাতাসে মথিত জনস্রোতের কোলাহলে শুনতে পেয়েছি সারিগান গঞ্জের হাটে আকাঙ্খার গভীরে মন্দ্রিত অভিন্ন প্রাণ নীরব দর্শক ছিলাম ব্যর্থতার করুণ গান ফেরার মহড়ায় বঞ্চিত কুঁড়েঘরে সরাইখানার- শুঁড়িখানার মাছিরাও নেশায় বুদ্বুদ প্রকম্পিত কান্নার পর একদিন হাসির তিলকরেখা বিচ্ছুরিত শৈশবের ক্ষুধার্ত চিৎকার ক্রর হাসি চেপে মৃত্যু পরোয়ানা ঝুলে ভাগ্য প্রহসনে যুদ্ধের ব্যগ্র দামামা থেমে গেলো-….

তোফায়েল তফাজ্জলের একগুচ্ছ কবিতা

উপায় অবলম্বন কাঁটা থেকে,  সুচালো কাঁকর থেকে পা রাখিও দূরে, জায়গা না পাক চলন-বাঁকা চেতনায় উড়ে এসে বসতে জুড়ে; এসবে খরগোশ কানে থাকবে রাতে, পড়ন্ত বেলায়, দ্বিপ্রহরে, পূর্বাহ্নে বা কাক ডাকা ভোরে। দুর্গন্ধ ছড়ানো  মুখ ও পায়ের তৎপরতা থেকে গ্রীষ্ম থেকে সমস্ত ঋতুতে একে একে নেবে মুখটা ফিরিয়ে তিলার্ধকালও না জিরিয়ে। কেননা, এদের চরিত্রের শাখা-প্রশাখায়….

আহমেদ ফরিদের একগুচ্ছ কবিতা

তোমার সাথে দেখা হওয়া জরুরী নয় সেদিন তুমি আমাকের ডেকে বললে, ”আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরছে এসো চা খেয়ে যাও ঝাল মুড়ি, পেঁয়াজ ভেজে দেবো সঙ্গে কাঁচালংকাও থাকবে। দুজনে চা খাব, মুড়ি খাব, আর গল্প করবো।’ আমি বললাম, ’না, আমি যাবো না । আমি আমার জানালায় বসে আকাশ দেখছি, বৃষ্টি দেখছি, আকাশের কান্না দেখছি, গাছেদের নুয়ে….

error: Content is protected !!