
বেদনার সুখ
.
তোমাকে চেয়ে পেয়েছি
বেদনার এক নদী
সেই নদীতে মেলেছি হৃদয়
চাঁদের মত হাসো যদি।
দিনের আলো গড়িয়ে
রাতের নীরবতা
আঁধার গভীর হলে
মনে শুধুই তোমার কথা।
তুমি আছ
.
এক পাহাড় থেকে অন্য পবর্তের প্রান্তে
এই জগত থেকে অন্য জগতে
নিঃশ্বাসের অন্তিম সময়েও থাকব তোমার
রূপ পরিবর্তনে হও বহুরুপী
ভাঙ্গো মন অদৃশ্য আশায়, কষ্ট সইব নীরবে
তবুও পৃথিবীর নিচে ছায়া হয়ে পাশে থাকব
ভেবনা কোন রঙে বদলে যাবে মন।
নিঃস্বাস আমার
.
ক্লান্তির পথ ছোট কি!
জোনাকির আলো কম
অন্ধকারে পথচারীকে
পথ দেখায় আলো।
বৈরি পৃথিবীর জীবনে
নিঃশ্বাস থাকা কম কিসের!
বৃক্ষ ছাঁয়া দেয় প্রখর রোদে
অস্থির মানুষ পায় প্রশান্তি।
অদৃশ্য শব্দ
.
অদৃশ্য কোন স্পর্শ মনকে নাড়া দেয়।
ঘুমন্ত দেহ হঠাৎ জেগে ওঠে
অদৃশ্য দেখার চেষ্টা।
কিন্তু কোন অস্তিত্ব খুঁজে পাইনা
বিষন্ন উদ্বিগ্ন ভঙ্গুর হৃদয়।
ভাব সাগরে ডুব দেই
কিছু প্রশ্নের মুখোমুখি হই।
হঠাৎ অদৃশ্য শব্দ কানে ভাসে
তোমার সাথে দেখা রুহের জগতে।