
বৃষ্টি আর মিষ্টি
~
এই ভেজা ডালটাতে যে পাখিটা এসে বসে
ওর নাম বৃষ্টি,
এই ভেজা চুলে যে মেয়েটি দাড়ায় কাছে এসে
ওর নাম মিষ্টি,
এই বৃষ্টি আর মিষ্টিকে নিয়েই আমার মনে
যতোসব অনাসৃষ্টি।
বয়সকাল
~
আমার যখন বয়স হলো
সেই সাথে তোমারও হলো,
আমি যখন কচি লেবু পাতার ঘ্রানে মাতাল হলাম—
সেই রোগ তোমাকেও ধরলো,
তারপর আমাদের মাঝে কত কি যে হয়ে গেল!
কে জানতো
~
কে জানতো তোমাতে আমাতে এইখানে দেখা হবে?
কে জানতো এই দেখা দিনে দিনে এমন প্রগাঢ় হবে?
কে জানতো একদিন আমি সিগারেটের মত পুড়েঁ পুঁড়ে নিঃশেষ হবো—
তুমি কিঙ্করী সেজে কোন অচেনার ঘরে বাসর সাজাবে?
ভালবাসা
~
সীমা নেই, কোন পরিসীমা নেই
বোঝার সাধ্য নেই কারো,
চেয়ে দেখো ওই আকাশটাকে—
ভালবাসার মাপকাঠি দিয়ে কি তাকে মাপতে পারো?