Author Picture

আসাদ উল্লাহ’র একগুচ্ছ কবিতা

আসাদ উল্লাহ

বুকপকেটে নীল পাহাড়
.
বুকপকেট উপচানো বিশাল এক নীল পাহাড়
সাধারণত মানুষ পাহাড় কেটে কেটে বসতি গড়ে।
এ এক উদ্ভুত পাহাড়, উল্টো আমাকেই কাটে
কেটে কেটে ফতুর করে ঘন গুল্ম সবুজ
পাহাড় থেকে কতো কী গড়ায়, কতো কী ওড়ে, ঝরে।
গ্রামের হালটে জমে থাকা পায়ের চিহৃ দেখে হুহু করে উঠে মন
একটি হলুদ বিকাল মাঝে মাঝে কী সুন্দর-
দোয়েল পাখি ঘুঙুর পায়ে নাচে।

ভাঁপ ওঠা ভাতের থালায় মা দিতেন নতুন আলুর ভর্তা
শীতে নিজেদেরই গাভী ধুয়ানো দুধ থেকে খুশবু ছড়ানো ঘি,
কখনো কিশোরগঞ্জের চেপায় কুমরো পাতার পুলি
আহা! সেইসব এখন পড়ে আছে দূর বিষন্ন পাহাড়ে
যেমন আমার মা শান্ত বেদনার্ত শিশু বসে আছেন আমারই বুকে।

পাহাড়ে কতো কী ফোটে, কতো কী ফোটে
লোকালয় পেলো না বলে সেইসব বন্যফুলের সাথে
আজো খেলা করে মাধবীর বুকে যতনে ফোটা আহত গোলাপ।

পাহাড় থেকে উড়ে এসে একদল পুণ্যাত্মা আবাবিল পাখি
পালকে তুলে নেয় পৃথিবীর সব ঘুম আর
রাতের কাফনে পড়ে থাকে মৃতদের খোলস,
তবুও মানুষ দূর পাহাড়ে তাকিয়ে থাকে
থেকে থেকে দেখে ফেণা ওঠা সময়, কাঁদে হাসে।

স্মৃতিমগ্নতাই বোধ করি মানুষের আমৃত্য প্রেম
খুঁড়ে খুঁড়ে হাঁটে, হেরার গুহার আলো কতোদূর কতোদূর
মাথা থেকে গড়ায় মাথা থেকে গড়ায় ক্রুশবিদ্ধ রক্তাক্ত নগর।


যে ভালোবাসার কথা বলে
.
যে ভালোবাসার কথা বলে
সে রমনী উর্বর শস্যশীলা মাটির কথা বলে
ডাকবাক্সো ঠোঁটে ধরা লাজুক বিকেলে কবুতরের চঞ্চল পালকে
এবাড়ি ওবাড়ি চোখের সবুজ নৃত্য দেখে।

যে ভালোবাসার কথা বলে
সে ক্ষুধার্ত শিশুর রুটি অথবা ভাতের কথা বলে
ট্রেনের হুইসেলে যাত্রীদের জাগরণ দেখে
মুক্তির আসন্ন লড়াইয়ে প্রস্তুতির কথা বলে।

যে ভালোবাসার কথা বলে
সে প্যালেস্টাইন, সিরিয়া, ইথিওপিয়ার
কান্নার কথা বলে-
বাঁধাকপির খামারের মতো তাদের হাসির স্বপ্ন দেখে।

যে ভালোবাসার কথা বলে
সে একটি পুষ্পিত পৃথিবীর মানচিত্র আঁকে
মোহাম্মদ, জেসাস, বৌদ্ধ, কৃষ্ণের পতাকার কথা বলে।

যে ভালোবাসার কথা বলে
সে দীর্ঘ মানব অথবা মানবী-
হতে পারে বিতাড়িত গন্ধম দোষে।


আমি অথবা মা ডাকলে
.
অমি যখন মাকে ডাকি অথবা মা আমাকে ডাকেন
তখন, তখন পৃথিবী জেগে উঠে এবং
আন্তনগর ট্রেনের শীতোতাপ নিয়ন্ত্রিত কামরায়
একদল ভ্রমণপিয়াসী কফি আর প্রিয় জার্নালে পর্যটনে বেরিয়ে পড়ে।
আমি যখন মাকে ডাকি অথবা মা আমাকে, তখন-
পাড়ায় পাড়ায় নেমে আসে পহেলা বৈশাখ
চাল ধোয়া হাতের মতো সজিব ফুল, মাধবীলতা
হেসে উঠে বাগানে বাগানে;
জলকলো গানে নাচে অর্ধমৃত নদী
চরে পড়ে থাকা নিষ্প্রাণ ডিঙি মাছরাঙা হয়ে যায়।
আমি যখন মাকে ডাকি অথবা মা আমাকে, তখন-
বিবাহ প্রস্তাবে চঞ্চল কিশোরীর মতো হাওয়া দোল খায় শস্যময় মাঠে
কয়েকটি চাঁদ এসে গোল হয়ে বসে যায় উঠোনে,
খুচরো কয়েন জমা আনন্দে লাফায় জামা ও পেন্টের পকেটে বিলগেটস্-
মোড়ের দোকানে এতো বিক্রিবাট্টা শুরু হয়
যেনো কতোকাল পর দুর্ভিক্ষে রুক্ষ দিনের অবসান
যেনো কতোকাল পর বিদায় নিলো সভ্যতা খেকো লকডাউন।

মা মারা যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে বারবার দেখছিলেন আমায়
যেনো তার প্রিয় পৃথিবী দেখছেন,
ভাঙাচোরা ভবঘুরে প্রিয় পৃথিবী-
অযত্নে জঙ্গলাকীর্ণ
এখানে সেখানে এতো খুঁড়খুড়ি, ক্ষত ও ক্ষতি
স্নেহ ও ভালোবাসার বদলে দাহের দাগ!
সূর্যালোকে রৌদ্র নেই-
তবু পুড়ে যায় কিছু কিছু গাছের রঙ,
এক ফালি চাঁদ ডুবে যাচ্ছে দূর বনে
অথচ পথিক তখনো পায়নি বাড়ির পথ
মা দেখছেন তার পৃথিবী ইস্টিশনের মলিন চায়ের দোকানে
এক কাপ লিকারে কী সুন্দর নিরুদ্বিগ্ন বসে আছে
নিজ গৃহে নিলাজ সন্ন্যাসী।

আমি যখন মাকে ডাকতাম অথবা মা আমাকে ডাকতেন
তখন, তখন পৃথিবী জেগে উঠতো পৃথিবীর মতো
আহা! কতোকাল হয়ে গেলো মাকে ডাকি না
কতোকাল হয়ে গেলো মা আমাকে ডাকেন না!


পৃথিবী হয়ে গেছে ঘর
.
মহামারী অসুখে পৃথিবী হয়ে গেছে এক ঘর
তবু চলে গেছে মানুষ বহুদূর পরস্পর,
হৃদয় ছুঁয়ে না দাঁড়ালে ভালো লাগে কার
কে চায়, কে চায় এমন বিবর্ণ পৃথিবী আর?

পথে কাঁদে ক্ষুধার্ত কুকুর, পাখিটির জল ছলছল চোখ
বুকের ভেতর ঝরাপাতা মাধবীর করুণ ক্লান্ত মুখ।

মৃত মানুষের জনপদে ছিলো স্বজনের নরম মিছিল
কান্নাভেজা মাটি গড়াগড়ি জোছনার ভাঙা আলো,
মহামারীর কালে মানুষ হয়েছে ভুত, ভুল পুষ্প-প্রেম
পথে-ঘাটে-মাঠে গ্রীবা উপচানো গা ছমছম কালো!

আরো পড়তে পারেন

তরুন ইউসুফের একগুচ্ছ কবিতা

বহ্ন্যুৎসব কত কিছু পুড়ল! গাড়ি পুড়ল বাড়ি পুড়ল দম্ভের দালান পুড়ে ক্ষার জলপাই সবুজ ট্যাংক নামল পুড়ল বই গল্প রূপকথার বেলুন হাতে পুড়তে পুড়তে ফানুস হয়ে উড়ে গেল বালক মায়ের আঁচল পুড়ল পুড়ল বুকের কাছের লোক যুবকের বুক পোড়াতে পোড়াতে পুড়ে গেল বন্দুক, থানার সেপাই কারো কারো স্বপ্ন পুড়ল আমিও পোড়ার গন্ধ পাই- আমার পুড়ল….

আজাদুর রহমান-এর একগুচ্ছ কবিতা

বাবা আপনার ব্যর্থ শরীর জানত নিরাময় উড়ে গেছে আসমানে, আপনার মৃত্যু হবে। শেষবেলায় আপনি বড় নিঃস্ব, ঈশ্বরের মত নিদারুন, একমাত্র একা। সেকারনেই আপনি লুকিয়ে লুকিয়ে ভেন্টোলিন সিরাপ খেতেন, অ্যাসমা’র বড়ি গিলে সারা রাত কাঁশতেন। আপনার কফ গলানো কাঁশির শব্দে কোন কোন রাতে আমাদের কাঁচা ঘুম ছিঁড়ে যেত, আমরা বিরক্ত হতাম। তারপর, আপনার জবুথবু মুখের দিকে….

মাহমুদ দারবিশের ডায়েরি ‘নদী মরে যায় পিপাসায়’— (পর্ব: ২)

মেয়েটি আর তার চিৎকার সমুদ্রতীরের মেয়েটি, যার একটি পরিবার আছে আর সেই পরিবারটির একটি বাড়িও আছে। বাড়িটির মধ্যে দুটি জানালা আর একটি দরজা আছে। সমুদ্রে একটি যুদ্ধজাহাজ মজার ছলে তীরে হাটাহাটি করতে থাকা লোকদের ধরে নিয়ে যাচ্ছে: চার, পাঁচ, সাত জন বালির উপর পড়ে যায়। একটি অস্পষ্ট ঐশ্বরিক হাতের সাহায্যে মেয়েটি কিছুক্ষণের জন্য কোন প্রকারে….

error: Content is protected !!