
মুরারীর পোড়া চোখে
.
নিরব নদীর জলে
মানুষেরা ক্ষয়ে যায় ক্ষীণ করুণ রোদে,
সঙ্গম সভ্যতা আর আনন্দের খরস্রোত
শেষ হয় সন্ধ্যায়
মৃত কেয়া গাছে; মেঘ আর জোৎস্নার সাথে
খেলে গর্ভবতী ভাদ্রের কামার্ত কুকুর,
সমুদ্রের নোনা তটে পড়ে আছে—
অস্তিত্ত্বের ভাঙ্গা নৌকা।
জন্মভোর
.
ঘড়ির কাটায় মৃত্যুর কনা!
জন্মভোরে বৃষ্টির ফোটা
পড়েছিল কোনো ডুমুরের গায়ে,
সাপের মত শীতল চাঁদ দেখলে
ভুল মনে হয় নারীর যৌবন।
মেঘের উল্লাস, নদীর নগ্ন খেলা-
স্মৃতির ছাইচাপা জলের আগুনে,
ঘুম ভাঙলেই নিজেকে দেখি
মৃত্যু সন্ধ্যায় হলুদ রোদে।
বাদামী নবান্ন
.
নকশি নেকাব খুলে ফেলো
দেখি তোমার নাচের মুদ্রায়
শব্দের সোনালী রং চমকায় কিনা,
শিশির জড়ানো রাত্রি নেমেছে
ভিজে গেছে ঋতুবতী ঘাসের শরীর;
পাহাড়ে থমকে গেছে হলুদ নিদ্রা।
দেখি তোমার উড়ন্ত নিক্কনের ফাঁকে
বাদামী নবান্ন আসে কিনা।