শহীদ সাবেরকে জানতে পড়ে নিন-
শহীদ সাবেরের আরেক দুনিয়া । মযহারুল ইসলাম বাবলা
চট্টগ্রামে জেলে বসেই বন্দি জীবনের কাহিনী নিয়ে লিখেছিলেন আরেক দুনিয়া থেকে নামক রোজনামচাটি। লেখাটি গোপনে জেল থেকে পাচার হয়ে কলকাতা থেকে প্রকাশিত নতুন সাহিত্যের চৈত্র ১৩৫৭ বঙ্গাব্দ সংখ্যায় ছাপা হয়। লেখাটি নিয়ে চারদিকে সাড়া পড়েছিল। কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় লেখাটি পড়ে মুগ্ধ হয়ে পত্রিকার সম্পাদককে চিঠি লিখে এই নতুন প্রতিভার আগমনকে স্বাগত জানিয়েছিলেন। নিরাপত্তা বন্দি বলেই স্বনামে লেখা ছাপানোর অধিকার তার ছিল না। আরেক দুনিয়া থেকে ছাপা হয়েছিল ‘জামিল হোসেন’ ছন্দনামে।
মোট পাঁচ পর্বে প্রকাশিত লেখাটির সবগুলো লিঙ্ক একত্রে পেতে-