Author Picture

আন্দালীব-এর একগুচ্ছ কবিতা

আন্দালীব

প্রার্থনাগার থেকে

ধুয়ে ফেল রক্তের দাগ; ওই পবিত্র কিরীচ।
ধর্মোন্মাদ মানুষের কাছে জমা রাখ তার
সব ক’টা গান। আজ ঈষাণ-সমুদ্র তীরে
নেমেছে যেখানে গৌণ দেবতারা, তাকে ঘিরে
নাচছে ঋষিপুরুষ আর পৃথুলা রমণীর দল।
এই স্নানাগার, এই সৌরস্মৃতি ফেলে
স্তোত্রের বিষ তারে আজও তাড়া করে।
ফলে প্রার্থনাগার থেকে ভুল স্মৃতি নিয়ে
ফেরে মানুষ। তুমি তার বক্ষ উন্মোচন কর।
তুমি তার হৃৎপিন্ডে উন্মাদ গানের স্মৃতি ভরে দাও।

 

ব্রুনো

আমাদের মনে তখনও বর্তুল পৃথিবীর ধারণা জন্মায়নি।
ধর্মগ্রন্থগুলোর প্রবোধের ফলে আমরা ভাবতাম, ওই যে
দূরের মাঠ; তার শেষে আকাশ এসে নেমেছে। সেখানে
একদিন নিশ্চয়ই পৌঁছোনো যাবে। আমাদের স্কুলঘরগুলো
ছিল হেয়াঁলি মাখানো, বিভ্রান্তিকর। কুয়াশার মধ্যে মাথা
তুলে রাখা একেকটা ডুবোপাহাড়ের মতন। ধর্ম-শিক্ষকেরা
প্রিয় ছিল আমাদের, আর বিজ্ঞান শিক্ষকেরা মিথ্যেবাদী।
আমরা তাদের ছলগুলো এড়িয়ে চলতাম। তারা যখন
আমাদের ব্রুনোর কথা বলতেন; আমরা ভাবতাম এমন
পাগল ও প্রপাগান্ডিস্টের পুড়ে মরাই ভাল। অথচ আমাদের
হৃদয় করুণায় আর্দ্র ছিল। আমরা ভাবতাম, গ্যালিলিওর
টেলিস্কোপে চোখ রাখলেই প্রভূ আমাদের অন্ধ করে দেবেন।
যদিও আমাদের জ্ঞানতৃষ্ণা ছিল প্রবল। প্রতি সন্ধ্যায় উদভ্রান্ত
বালকের মতন আমরা পিতার সামনে বসতাম। তিনি বলতেন,
প্রভূ সর্বজ্ঞ; আর তিনিই জানেন। একটা কালো কাপড়ে চোখ
বেঁধে তিনি আমাদের পৃথিবী দেখতে বলতেন। আর আমরা
দেখতে পেতাম তারকারাজি, সৌরঝড়, আমাদের তর্জনীর
উপর সাঁইসাঁই পৃথিবীটা ঘুরছে।

 

অর্ধসত্য

চিতার চোখের নিচে কালো দাগ কেন-
এমন মাসাই প্রশ্নের তরে ডুবে গেছে রাত।
এই আর্ত বনভূম গুমরে উঠছে কেবলই
কথা, উপকথায়। দূরে অর্ধসত্যের মত
চন্দ্র ডুবছে, একাগ্র- যেন ক্ষয়ে যাওয়াই
ভবিতব্য তার। বিলীয়মান শিকারের পিছু
ধাওয়া করে চির ক্লান্ত যেই কাফ্রি যুবক,
তার হাতে ক্রুদ্ধ এক হাতিয়ার জ্বলছে।
তার ফিরে আসার পথ ঘুরে, ঘুরে, ঘুরে
উন্মত্ত চিতার পেচ্ছাবের ঘ্রাণের মাঝে
হারিয়ে গেছে।

আরো পড়তে পারেন

আহমেদ ফরিদের একগুচ্ছ কবিতা

তোমার সাথে দেখা হওয়া জরুরী নয় সেদিন তুমি আমাকের ডেকে বললে, ”আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরছে এসো চা খেয়ে যাও ঝাল মুড়ি, পেঁয়াজ ভেজে দেবো সঙ্গে কাঁচালংকাও থাকবে। দুজনে চা খাব, মুড়ি খাব, আর গল্প করবো।’ আমি বললাম, ’না, আমি যাবো না । আমি আমার জানালায় বসে আকাশ দেখছি, বৃষ্টি দেখছি, আকাশের কান্না দেখছি, গাছেদের নুয়ে….

নিকোলাই রুবৎসভের কবিতা

নিকোলাই মিখাইলোভিচ রুবৎসভ (৩ জানুয়ারি ১৯৩৬ – ১৯ জানুয়ারি ১৯৭১) মাত্র পঁয়ত্রিশ বছরের জীবন পেয়েছেন রুশ কবি নিকোলাই রুবৎসভ। দুর্ভাগ্য তাঁকে তাড়া করেছে সারাজীবন। শৈশবে মায়ের মৃত্যু ও পিতার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাঁর স্থান হয় শিশু আশ্রমে। পড়াশোনা শেষ করার আগেই জীবিকার তাগিদে তাকে খনিতে, জাহাজে কাজ করতে হয়। সৈন্য বাহিনীতে যোগ দেওয়ার….

সোহরাব পাশা’র একগুচ্ছ কবিতা

নিদ্রিত ঘ্রাণের শব্দ দীর্ঘ যায় আশালতা ফিরে আসে বিষণ্ণ গোধূলি ফিরে আসে দুঃখিত সকাল, ক্ষয়ে যাওয়া এক দূরের উপনিবেশ পাখির চেয়ে মানুষের কোলাহল বেশি কোনো মৃত্যু মানুষকে অপরাধী করে না নিঃশ্বাসের রোদে আবছায়া নিদ্রিত মেঘ স্মৃতির অসুখ বাড়ে; দূরে নির্জন আধাঁরে জেগে ছিলো মানুষের কথা পুরনো সে বাড়ি সেই ছায়াপথ মায়াপথ জুড়ে কতো ভুল মানুষের….

error: Content is protected !!