
নীলশাড়ি
গ্রীষ্মের মধ্য দুপুরে কোথাও মেঘ নেই
উত্তপ্ত রৌদ্রের খেলায় মেতেছে
বাদামি ডানার একঝাঁক শঙ্খচিল।
বয়সি রূপালি নদীর হাঁটুজলে
দুরন্ত বালকের লাফালাফি।
নীল জমিনের শাড়িতে যুবকের
নেশা ধরায় প্রেমাতাল কিশোরী।
পৃথিবীর রূপ
হলুদ গোলাপি ফিরোজা শাড়িতে
ঢেকে আছে একটি লাল গোলাপ।
আঁচলে লুকিয়ে আছে সমুদ্রের গভীরতা।
যে গভীরতায় খোঁজে পাওয়া যায়
সবুজ পৃথিবীর সমস্ত রূপ।
পূর্ণিমা চাঁদের কিরণ
ঝর্ণাধারার মতো অবিরাম
বয়ে চলা ভালোবাসার নদী।
আমি অপলক চেয়ে থাকি
হলুদ ফিরোজা শাড়ির দিকে।
কখন বাতাসে উড়বে আঁচল
আমি দেখা পাব কাঙ্খিত বস্তুর।
মিটাবো ভালোবাসার তৃষ্ণা।
চুড়ির আলনা
তোমাকে পাব না দুঃখ নেই
কালো মেঘে আকাশ ঢাকা পড়েছে
তবু তোমার কাজল চোখে বৃষ্টি নেই।
তোমার হৃদয় জুড়ে হাসনাহেনা
তার মিষ্টি গন্ধ আমার হৃদয়ে পৌঁছে না।
তুমি একবারও চেয়ে দেখ না
আমি তোমার চুড়ির আলনায় রাখি
আমার হৃদয়ের প্রতিচ্ছবি
যেন প্রতিদিন তোমার স্পর্শ পাই।