Author Picture

জহির খানের একগুচ্ছ কবিতা

জহির খান

বালু নদীর কথা

কি সব কথা তোমার সাথে কতোকাল আগে
পাড়ে ওপাড়ে অসংখ্য পরিবার পরিকল্পনা…
জলে সুরে সুখ শরীর দোলে
ভেসে আসে এক ছবি নদীর নাও
ভালোবাসায় পাশে ছিলো শালবন
খুব নিরবে নিভৃতে
তখন
স্পর্শ তোমার বহু শ্রমিকের ঘাম ঝরানো সুখ
ট্রেনের বগিগুলোও চেয়ে থাকতো
এক অপলক দৃষ্টি নিয়ে তোমার দিকেই…

আর এভাবেই চলে মাঝি-মল্লাদের পারাপার
প্রতিদিন
তবু কত-শত প্রেমিক ঠাই নেয় তোমার বুকে
ভালোবাসায় ডুবন্ত সেই ভুল বুঝেছি আজ

অতঃপর
যৌবনে খুঁজে পাওয়া বালু জলে প্রেম-প্রণয়
তোমাকে কেটে টুকরো টুকরো করে নেয়
একদল হায়েনারা
গড়ে উঠে রাজ্যের সব দালান কোঠা
দখল প্রতিযোগিতা
নাকে তেল দিয়ে
সাধারণ মহোদয়
চলে শ্রমিক আন্দোলন
বালু তুমি মহান
কিছু সাদা ভাত
উঠে আসো আমাদের পেটে


সোশ্যাল ওয়ার্ক

রাত আর কতোই মমতা দেয় জড়িয়ে নেয় ঘুম
তবুও খুব করে ভালোবাসি তোকে- ভালোবাসি

স্তনের কুঁড়ি ফুটি ফুটি একটা ঘোর চুষে খাই
মায়ায় তোর কোমল ঠোঁটের স্মিত হাসি দেখি
গায়ে জড়িয়ে নিই গোলাপের সুগন্ধি কোলাহল

তুমিও খুব দেখো শরীরের আড়মোড়া মাতলামি
বিছানার চাদর বালিশও বুঝে নেয় যুগল চাহিদা
আহত ব্লাউজ ফেটে পড়ে বেড়িয়ে আসে ভোর
ডাষ্টবিনে পা বাড়ায় সোশ্যাল ডেমোক্র্যাট ট্রেড

এখন
উঠো সোনা অনেক সকাল হলো অফিসে যাও
ভালো থেকো চুমু আসো ধরো বাজারের লিস্ট


পরে কথা হবে

ফিরে আসো নীড়ে একটু ভালোবাসো- বাসো
বসো তমাল গাছের ছায়ায় বা ধানের নাড়ায়
দেখো মাটিতে জমে থাকা ঘাসেদের প্রেম দুধ
পোয়াতি ভোর কেটেকুটে দুধেভাতের সকাল

সকাল তুইও বড্ড অলস বারান্দায় বসে থাক
আমি বরং একটু দুপুর হয়ে আসি
পরে কথা হবে প্লিজ


তুমি
.
প্রতিদিন-ই লিখি তোমার নাম লিখি আমার শৈশব
মদ্রনালয়ে মুদ্রিত হয় হারানো শৈশব বার্ধক্য ইতিহাস
মুদ্রিত হয় বন্ধু পাওয়া এক দীর্ঘ কবিতা- কবিতা তুমি

লাউয়ের জালির মত করে বাড়ে গর্ভকালীন প্রেম
বেড়ে উঠে শরীরের ক্ষতচিহ্ন আমিও বেড়ে উঠি

প্রতিদিন ভুল বাল কতো কথা শিখি
তুমিও কি বলো?


অতঃপর একদিন চলে যাই

একদিন খুব করে নড়ে ওঠে
সবুজ পাতার টুপি
ঝিরিঝিরি বৃষ্টি নামে
আমার শহর জুড়ে

একদিন খুব করে উড়ে যায়
নীল রঙের ঘুড়ি
ম্লানমুখে রোদ আসে
সমস্ত আকাশ জুড়ে

একদিন খুব করে প্রার্থনারত
শাদা রেশমের পাঞ্জাবি
সুগন্ধি গায়ে জড়িয়ে
পাড়ায় পাড়ায় প্রেম

অতঃপর
একদিন টুপ করে চলে যাই
মসজিদে, মন্দিরে, গির্জায়…


বন্ধু

গেল তার সাথে কোন কাল সময়
কথা বলবো বলো তুমি
কি কথার স্রোতে ভেসে
যায় হে অতীত
এখন কই বন্ধু আমার?

বন্ধু
দারুণ সব সময় তোমার জন্য
অপেক্ষা…
প্লিজ একটু বসো পাশে বসো
শুনো
দেখো
কেউ দেখে কেউ সবে পড়ে থাকে
কেবল তার অতীতে…
এখন খুব করে কাটে দাগ
কোমল দেহের ভাঁজে
আর
এই সব লুকিয়ে একদিন কেউ
চিৎকার করে বলে উঠে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি


যতিচিহ্নের রতি

চোখের ভাষার কোন দাঁড়ি কমা থাকতে নেই
এই থাকতে এইসব যাপনের যাত্রা কৌশলে
অমিয় বাগানে ঢোকা কিংবা তার স্বভাবের
অদৃশ্য এক কবিতা পাঠ মুগ্ধ করে আমাকে

এই আমি কখনো বনশ্রী কাতর না হই- কবিতা
হই তার উত্তর আধুনিক এক প্রজন্মের ফোরাম

নদী দেখি দেখি আমার এক ভিন্নচোখ
চিত্রনাট্য করি সোশ্যাল মেনারিজম

লোন হয় শতকের ঘর পোড়ায় জলের ছবি বন্ধু
ভুলে যেতে হয় তাই ভুল করি দাড়ি কমা কোলন


বিগলিত দৃশ্যপট

বুক পকেটে নিয়ে হাঁটি চৈত্রের দুপুর
দৃশ্যত এক কবিতা হবে প্রিয় সময়
তাহারা যাত্রার বিকেল হয়ে ফিরবে
বা নাই ফিরে আসুন আর এই তল্লাটে

দুপুরের সুমিষ্টঘ্রাণ ছড়িয়ে পড়ুক পাড়ায়
গলির মুখ থেকে বেড়িয়ে আসুক কবি
টিউব টাইপ সন্ধ্যায় নেমে আসুক পাহাড়

এখন
পাতারা ভুলে বসুক দীর্ঘ এক ছায়াশরীর
ফেকহী কিতাবাদী আলোর মুখ-

ধরে রাখি খা খা রোদ পরস্পরে


বিজুলী আলোক

যায় সেই আরো এই একটি নতুন পৃথিবীর মায়া
গায়ে পায়ে নিয়নের আলো পড়ে মনে পড়ে যাপন
মনে করে নেয় দেয় মায়ামেঘ ধুলিমাখা উঠোন

লাল এক দীর্ঘ চিন্তা উড়ে যায় সেই- আকাশ

কালোজামা পড়া বণিকের ফার্ম হাউজের চাপ
নিলাম হয় মানুষের ভিতরের মানুষ আর চিন্তা

একজোড়া ডায়নোসর বাবার পিঠে উঠে উঠুক
জল তৃষ্ণায় ক্লান্তিতে বেঁচে থাক- থাকুক মুখ

দিন মাস বছর কতো কথা বেঁচে থাকে তাহলে
এখন প্রমিথিউস তীব্র প্রতিবাদ হয় মানুষ হোক
বটবৃক্ষকে সামনে রেখে এগুতে পারি ঠিক ঠিক

আরো পড়তে পারেন

রিয়াসাত আল ওয়াসিফের একগুচ্ছ কবিতা

রেট্রোসপেক্টিভ বই সাজাতে সাজাতে জনৈক কবির মনে হলো— এত এত বই কবে পড়ব! এই ফোকাস হারানো সময়ে মানুষ যেন গুড়ো গুড়ো কাচ। হঠাৎ তাঁর মনে হলো বই বাদ দিয়ে আজ বরং পাপগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যাক। কতদিন দেখেনি দেখতে চায়নি, দেখা হয় না, দেখা যায় না। যাপিত জীবনের কাদায় শুধু মুখ ঢেকে যায়। মুখ….

সাযযাদ আনসারীর একগুচ্ছ কবিতা

ঋতু রমনী অন্তহীন পথের মত ছিলো ঋতু রমনী চেনা পাতা ও পাখি থেকে অচেনা ফুলের পথে চলে গেল সে। কথা ছিলো তার সাথে রাগ-রাগিনীর কথা ছিলো অসংখ্য পত্র-পল্লবীর, কথা ছিলো আমাদের নাম উড়াবার কথা ছিলো কত কথা দেবার নেবার। এই খানে আমাদের মন অন্ধ অধীর এই খানে না বাঁধা ঘাট জীবন নদীর, এই খানে পথে….

আজাদুর রহমানের তিনটি কবিতা

দূরত্ব একটা ধারণা আমাদের মধ্যে কোন দূরত্ব নেই। তুমি যেভাবেই থাকো, শুয়ে-বসে-দাঁড়িয়ে সামনে-পিছনে-ডাইনে-বায়ে তোমার যেভাবে মন চায় এমনকি পরস্পর গভীর আলিঙ্গনেও। তুমি যেখানেই থাকো ঢাকা বগুড়া চট্রগ্রাম আমেরিকা কোস্টারিকা কিংবা পৃথিবীর যে কোণাতেই, আমাদের মধ্যে এতটুকু দূরত্ব নেই। দূরত্ব বলে আসলে কিছুই নেই এই যে ছায়াপথের পর সুদূরে জ্বলছে যে তারা সেখানে কেউ কারও দূরে….

error: Content is protected !!