Author Picture

জমির হোসেন এর একগুচ্ছ কবিতা

জমির হোসেন

বেদনার সুখ
.
তোমাকে চেয়ে পেয়েছি
বেদনার এক নদী
সেই নদীতে মেলেছি হৃদয়
চাঁদের মত হাসো যদি।

দিনের আলো গড়িয়ে
রাতের নীরবতা
আঁধার গভীর হলে
মনে শুধুই তোমার কথা।


তুমি আছ
.
এক পাহাড় থেকে অন্য পবর্তের প্রান্তে
এই জগত থেকে অন্য জগতে
নিঃশ্বাসের অন্তিম সময়েও থাকব তোমার
রূপ পরিবর্তনে হও বহুরুপী
ভাঙ্গো মন অদৃশ্য আশায়, কষ্ট সইব নীরবে
তবুও পৃথিবীর নিচে ছায়া হয়ে পাশে থাকব
ভেবনা কোন রঙে বদলে যাবে মন।


নিঃস্বাস আমার
.
ক্লান্তির পথ ছোট কি!
জোনাকির আলো কম
অন্ধকারে পথচারীকে
পথ দেখায় আলো।
বৈরি পৃথিবীর জীবনে
নিঃশ্বাস থাকা কম কিসের!
বৃক্ষ ছাঁয়া দেয় প্রখর রোদে
অস্থির মানুষ পায় প্রশান্তি।


অদৃশ্য শব্দ
.
অদৃশ্য কোন স্পর্শ মনকে নাড়া দেয়।
ঘুমন্ত দেহ হঠাৎ জেগে ওঠে
অদৃশ্য দেখার চেষ্টা।
কিন্তু কোন অস্তিত্ব খুঁজে পাইনা
বিষন্ন উদ্বিগ্ন ভঙ্গুর হৃদয়।
ভাব সাগরে ডুব দেই
কিছু প্রশ্নের মুখোমুখি হই।
হঠাৎ অদৃশ্য শব্দ কানে ভাসে
তোমার সাথে দেখা রুহের জগতে।

আরো পড়তে পারেন

সাযযাদ আনসারীর একগুচ্ছ কবিতা

ঋতু রমনী অন্তহীন পথের মত ছিলো ঋতু রমনী চেনা পাতা ও পাখি থেকে অচেনা ফুলের পথে চলে গেল সে। কথা ছিলো তার সাথে রাগ-রাগিনীর কথা ছিলো অসংখ্য পত্র-পল্লবীর, কথা ছিলো আমাদের নাম উড়াবার কথা ছিলো কত কথা দেবার নেবার। এই খানে আমাদের মন অন্ধ অধীর এই খানে না বাঁধা ঘাট জীবন নদীর, এই খানে পথে….

আজাদুর রহমানের তিনটি কবিতা

দূরত্ব একটা ধারণা আমাদের মধ্যে কোন দূরত্ব নেই। তুমি যেভাবেই থাকো, শুয়ে-বসে-দাঁড়িয়ে সামনে-পিছনে-ডাইনে-বায়ে তোমার যেভাবে মন চায় এমনকি পরস্পর গভীর আলিঙ্গনেও। তুমি যেখানেই থাকো ঢাকা বগুড়া চট্রগ্রাম আমেরিকা কোস্টারিকা কিংবা পৃথিবীর যে কোণাতেই, আমাদের মধ্যে এতটুকু দূরত্ব নেই। দূরত্ব বলে আসলে কিছুই নেই এই যে ছায়াপথের পর সুদূরে জ্বলছে যে তারা সেখানে কেউ কারও দূরে….

শায়লা সুলতানার একগুচ্ছ কবিতা

একুশ শতকের প্রেম তুমি বসন্ত হলে আমি স্নিগ্ধ হবো, তুমি মেঘ হলে আমি ময়ূর হবো, হাওয়ায় হাওয়ায় সুখ ছড়াবো পামমূকের আকাশে ভোর জাগাবো ঘুম ঘুম চোখে শুনবো অচেনা সুরের নিয়ান্ডারথাল। ভয়গুলো সব এপিটাফে রেখে হেটে যাবো মেটাভার্সের পথে তুমি-আমি অদম্য চোখের ইশারায় যদি খুনি হও আমার সলজ্জে অমাবস্যার ঘোমটা টেনে নিবে আকাশ, মহাকাশে তারাদের হৈচৈ….

error: Content is protected !!